ইসমাইল হানিয়ার মৃত্যুর পর হামাস জঙ্গিগোষ্ঠীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ইয়াহিয়া সিনওয়ার। এতদিন গাজার দায়িত্বে থাকা এই নেতা এখন হামাসের সর্বোচ্চ পদে বসে ইজরায়েলের চিন্তা আরও বাড়িয়ে তুলেছেন।
গত ৩১ জুলাই ইসমাইল হানিয়ার মৃত্যুর পর হামাসের শীর্ষ পদ ফাঁকা ছিল। এবার সেই শূন্যস্থান পূরণ করল ইয়াহিয়া সিনওয়ারকে নিয়ে। ইজরায়েলি সেনার মতে, গত বছরের ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালানোর পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ইয়াহিয়ার। এবার তাঁকে সর্বোচ্চ পদে বসিয়ে ইজরায়েলকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিল হামাস জঙ্গিগোষ্ঠী, এমনটাই মনে করছে বিশেষজ্ঞমহল।
৬১ বছরের ইয়াহিয়া সিনওয়ারের জন্ম গাজার একটি শরণার্থী শিবিরে। ২০১৭ সালে গাজায় হামাসের একজন নেতা হিসেবে স্বীকৃতি পান তিনি। জীবনের এক পর্যায়ে বেশ কিছু বছর জেলও খেটেছেন তিনি। হানিয়ার মৃত্যুতে হামাসের বিরাট ক্ষতি হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
ইজরায়েলে ইরান ও হিজবুল্লাহ যে কোনও মুহূর্তে হামলা চালাতে পারে, এমনটাই বারবার সতর্ক করেছে আমেরিকা। এই পরিস্থিতিতে ইয়াহিয়া সিনওয়ারের নেতৃত্ব গ্রহণে মধ্যপ্রাচ্যে অশান্তির আশঙ্কা বাড়ছে। এতদিন গাজায় আত্মগোপন করে থাকা সিনওয়ারের এই পদক্ষেপ ইজরায়েলের উদ্বেগকে আরও তীব্র করে তুলেছে।