Homeখবরবিদেশনাসরাল্লার জায়গায় নতুন নেতা বেছে নিল হেজবুল্লা, কে এই নাইম কাসেম

নাসরাল্লার জায়গায় নতুন নেতা বেছে নিল হেজবুল্লা, কে এই নাইম কাসেম

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

হেজবুল্লার নিহত নেতা হাসান নাসরাল্লার স্থলাভিষিক্ত হলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন ধর্মীয় নেতাদের আরেক একজন নাইম কাসেম। মঙ্গলবার লেবাননের হেজবুল্লা নিজের ডেপুটি সেক্রেটারি জেনারেল নাইম কাসেমকে সংগঠনের নতুন নেতা হিসেবে নির্বাচন করেছে বলে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে। আল জাজিরা-র রিপোর্ট অনুযায়ী, কাসেম হেজবুল্লার শিক্ষামূলক নেটওয়ার্ক এবং সংসদীয় কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন।

গত মাসে বেইরুটের দক্ষিণ অংশে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লার নেতা হাসান নাসরাল্লা নিহত হন। কাসেমের নেতৃত্বে নতুন অধ্যায়ে পা দিল সংগঠনটি, যা দীর্ঘদিন ধরে লেবাননের রাজনৈতিক এবং সামরিক পরিসরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

একই দিনে, উত্তর গাজা উপত্যকায় একটি পাঁচতলা ভবনে ইজরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। অন্য দিকে, আমেরিকার একজন মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন যে গাজায় রাষ্ট্রসঙ্ঘের কাজকে ঝুঁকির মুখে ফেলতে পারে এমন দুটি আইন পাস করেছে ইজরায়েল। এটাই এখন মার্কিন প্রশাসনের গভীর উদ্বেগের বিষয়।

কে এই নাইম কাসেম?

২০০৬ সালে ইজরায়েলের সঙ্গে যুদ্ধের পরে নাসরাল্লা প্রকাশ্যে উপস্থিতি কমিয়ে দিয়েছিলেন। সেসময় থেকে কাসেম দলের সর্বোচ্চ পর্যায়ের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করতে থাকেন। গত ২৭ সেপ্টেম্বর নাসরাল্লার মৃত্যুর পর থেকে কাসেম ইতিমধ্যে তিনটি টেলিভিশন ভাষণ দিয়েছেন।

১৯৯১ সালে হিজবুল্লার তৎকালীন সেক্রেটারি জেনারেল আব্বাস আল-মুসাভি কাসেমকে ডেপুটি চিফ হিসেবে নিয়োগ করেন। পরের বছর মুসাভি ইজরায়েলি হেলিকপ্টার হামলায় নিহত হন। তবে কাসেম ডেপুটি পদে থেকে যান। পরে নাসরাল্লার নেতৃত্বের সময়েও একই পদে দায়িত্ব পালন করেন।

১৯৫৩ সালে বেইরুটে জন্মগ্রহণকারী কাসেম লেবাননের দক্ষিণ অংশের এক পরিবারের সন্তান। ১৯৮২ সালে ইজরায়েলের লেবানন আক্রমণের পর হিজবুল্লা প্রতিষ্ঠিত হলে কাসেম ছিলেন দলের প্রথম সদস্যদের একজন। ১৯৯২ সাল থেকে দলের সংসদীয় নির্বাচন প্রচারের সাধারণ সমন্বয়কের দায়িত্বে রয়েছেন।

কাসেম তাঁর সাদা পাগড়ির জন্য পরিচিত, যেখানে নাসরাল্লা ও তার পূর্বসূরীরা কালো পাগড়ি পরতেন। এতে তাঁদের নবী মুহাম্মদের বংশধর হিসেবে বোঝাত বলে দাবি করা হয়।

সাম্প্রতিকতম

বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠানো হয়েছে? কেন্দ্রের কাছে রিপোর্ট তলব কলকাতা হাই কোর্টের

বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠানো হয়েছে কি না, তা জানাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট। দিল্লি ও রাজ্যের মুখ্যসচিবদেরও দেওয়া হল নির্দেশ।

বাংলাদেশে আর ‘স্যর’ সম্বোধন নয় মহিলা অফিসারদের! হাসিনা আমলের নিয়ম বদলাচ্ছে ইউনূসের সরকার

বাংলাদেশে মহিলা অফিসারদের আর ‘স্যর’ বলা যাবে না। শেখ হাসিনার আমলের এই নিয়ম বাতিল করল ইউনূসের অন্তর্বর্তী সরকার। নতুন সম্বোধনের প্রস্তাব আনবে কমিটি।

আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কম, উত্তরবঙ্গে নতুন করে দুর্যোগের আশঙ্কা

দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার থেকে ফের ভারী বর্ষণের সম্ভাবনা। চলবে সপ্তাহজুড়ে। দক্ষিণের তিনটি জেলায় এখনও জারি রয়েছে সতর্কতা।

দুর্গাপূজোর আগেই আংশিকভাবে চালু হবে হৃষীকেশ পার্ক ড্রেনেজ পাম্পিং স্টেশন, বৃষ্টির জল জমার থেকে স্বস্তির আশা

আমহার্স্ট স্ট্রিট, মক্তারামবাবু স্ট্রিট, ঠনঠনিয়া এলাকায় জলজট মোকাবিলায় দ্রুত তৈরি হচ্ছে হৃষিকেশ পার্ক ড্রেনেজ পাম্পিং স্টেশন। সেপ্টেম্বরের মধ্যে আংশিকভাবে চালুর পরিকল্পনা কলকাতা পুরসভার।

আরও পড়ুন

‘মিড-টার্ম ইলেকশন’-এই লড়াই শুরু, নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’-র ঘোষণা করে জানালেন ইলন মাস্ক

২০২৬ সালের মিড-টার্ম ইলেকশনে লড়বেন ইলন মাস্ক। ঘোষণা করলেন নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’। ট্রাম্পের ‘বড় ও সুন্দর’ বিলের বিরোধিতা থেকেই জন্ম এই নতুন রাজনৈতিক মঞ্চের।

‘বড় ও সুন্দর’ বিল আইনে স্বাক্ষর ট্রাম্পের, খরচে কাটছাঁট ও করছাড়ে বড়সড় পরিবর্তন আমেরিকায়

খরচ ও কর ব্যবস্থায় বিপুল পরিবর্তন এনে ‘বড় ও সুন্দর’ বিলে সই করলেন ট্রাম্প। সমালোচনায় ইলন মাস্ক, সমর্থনে ওয়াশিংটন।

মালিতে অপহৃত ৩ ভারতীয়, নিরাপত্তা নিয়ে উদ্বেগে ভারত সরকার

মালির ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরিতে হামলার পর অপহৃত হন তিন ভারতীয় নাগরিক। দ্রুত মুক্তির দাবি জানাল ভারত সরকার।