Homeখবরবিদেশহিজবুল্লার ড্রোন হামলা 'শনাক্ত করা এবং আটকানো' কি ইজরায়েলের পক্ষে কঠিন হয়েছে...

হিজবুল্লার ড্রোন হামলা ‘শনাক্ত করা এবং আটকানো’ কি ইজরায়েলের পক্ষে কঠিন হয়েছে পড়ছে?

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

হিজবুল্লার ড্রোন ও রকেট হামলায় উত্তাল ইজরায়েলের উত্তরের শহরগুলো। ইজরায়েলের উত্তরে হিজবুল্লাহর লাগাতার রকেট ও ড্রোন হামলা। বৃহস্পতিবার তেল আবিবে দুইবার সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। এর পাশাপাশি হিজবুল্লার পাঠানো প্রায় ১৩৫টি রকের ও ড্রোন ইজরায়েলের বিভিন্ন অঞ্চলে আঘাত হানে। বিশেষত ড্রোনগুলো ইজরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে কারণ সেগুলো খুবই নিচু দিয়ে উড়ে যাচ্ছে এবং আটকানো কঠিন হচ্ছে।

এ ধরনের ড্রোনগুলোকে বেশি বিপজ্জনক হিসেবে ধরা হচ্ছে কারণ এগুলো বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালানোর ক্ষমতা রাখে। এছাড়াও হিজবুল্লার নতুন ধরনের রকেটগুলো আরও সুনির্দিষ্ট এবং আঘাতের পরিধি বেশি, যেমন বুধবার অ্যাক্রের একটি ফ্যাক্টরিতে আঘাত হানার পর সেখানে আগুন ধরে যায়।

হিজবুল্লা জানিয়েছে, ইজরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানো হয়েছে এবং তারা এসব আক্রমণকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইজরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে উল্লেখ করেছে। ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এর প্রতিক্রিয়ায় দক্ষিণ লেবাননের হিজবুল্লাহর বিভিন্ন অবস্থানে আঘাত হানে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

ইজরায়েলের উত্তরাঞ্চলে বর্তমানে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং দেশটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তরাঞ্চলের নিরাপত্তা পুনরুদ্ধারের জন্য ইজরায়েল যুদ্ধের হুমকি দিয়েছে।

সাম্প্রতিক হামলাগুলির প্রেক্ষাপটে ইজরায়েল প্রতিরক্ষার নানা ব্যবস্থা নিয়ে কাজ করছে, তবে ড্রোন এবং রকেট হামলার মাধ্যমে হিজবুল্লার আক্রমণ ইজরায়েলের উত্তরাঞ্চলকে সংকটে ফেলেছে।

প্রসঙ্গত, দিন দশেক আগে হিজবুল্লার একটি ড্রোন ইজরায়েলের প্রখ্যাত আয়রন ডোম এয়ার-ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে চার সেনাকে হত্যা করে এবং ওই হামলায় ৬০ জনেরও বেশি আহত হয়ে। এই ঘটনার পর ইজরায়েল তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কীভাবে এত সহজে ব্যর্থ হল সে বিষয়ে তদন্ত শুরু করে। বিশেষজ্ঞদের মতে, আয়রন ডোম, যা রকেটের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর, এটি হিজবুল্লার ড্রোনটি আটকাতে ব্যর্থ হয়েছে।

হিজবুল্লার ড্রোন ইজরায়েলি আকাশসীমায় অননুমোদিত ভাবে প্রবেশ করার ঘটনা এই প্রথম নয়। আগে ১১ এপ্রিল তারিখে, একটি হিজবুল্লার ড্রোন “ওয়েস্টার্ন গ্যালিলি” এলাকায় ৯ মিনিট ধরে অননুমোদিত ভাবে উড়েছিল। সব মিলিয়ে, হিজবুল্লার ড্রোনগুলো ইজরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সাম্প্রতিকতম

ভিড় সামলাতে বাড়ল ট্রেন, ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় চলবে অতিরিক্ত ৫ লোকাল

নিত্যযাত্রীদের চাপ সামলাতে ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় রেল চালু করল অতিরিক্ত ৫টি লোকাল ট্রেন। পাশাপাশি বদলানো হল একটি পুরনো ট্রেনের সময়ও। জেনে নিন বিস্তারিত সময়সূচি।

ফাস্টফুড-ঠান্ডা পানীয় খেলেই আয়ু কমছে মিনিটে মিনিটে! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—একটা হটডগ খেলেই আয়ু কমছে ৩৬ মিনিট! ঠান্ডা পানীয়, বার্গার, স্যান্ডউইচেও বিপদ লুকিয়ে। জেনে নিন স্বাস্থ্যকর বিকল্প কী হতে পারে।

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে নিয়োগ, আবেদন অনলাইনে, বেতন ১ লক্ষের বেশি

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে ৭৬টি অফিসার পদে নিয়োগ। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ম্যানেজার পদে আবেদন ১১ অগস্ট পর্যন্ত। জেনে নিন বেতন, বয়স ও আবশ্যিক যোগ্যতা।

মুম্বইয়ের ট্রেনে ভিড় কমাতে অফিস টাইমে বড়সড় পরিবর্তনের ভাবনা, টাস্ক ফোর্স গঠন করে প্রক্রিয়া শুরু

মুম্বইয়ে লোকাল ট্রেনের ভিড় কমাতে সরকারি-বেসরকারি অফিসের সময় বদলের পরিকল্পনা। নতুন টাইমিং পরীক্ষামূলকভাবে চালুর সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার।

আরও পড়ুন

নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড স্থগিত ইয়েমেনে, কূটনৈতিক ও ধর্মীয় হস্তক্ষেপে মিলল অস্থায়ী স্বস্তি

কেরলের নার্স নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড স্থগিত করল ইয়েমেন। ভারত সরকারের কূটনৈতিক ও ধর্মীয় উদ্যোগে সাময়িক স্বস্তি। আলোচনায় আশার আলো।

ইয়েমেনে ভারতীয় নার্স নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড রদের ‘কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ’, ভরসা শুধু ‘ব্লাড মানি’

ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিষা প্রিয়ার প্রাণ বাঁচাতে কূটনৈতিক চেষ্টা ব্যর্থ, জানাল কেন্দ্র। রায় কার্যকর হতে পারে ১৬ জুলাই। শেষ ভরসা রইল ‘ব্লাড মানি’।

খাফরের পিরামিডের নীচে লুকনো শহর! স্ফিংক্সের নীচে গোপন চেম্বারের হদিশ

গিজার পিরামিডের নীচে বিশাল গোপন শহরের সন্ধান! সোনার স্ক্যানে মিলল স্ফিংক্সের নীচে গোপন চেম্বার ও ঘোরানো সিঁড়ির হদিশ। গবেষণায় চমকে উঠেছেন মিশরবিদরা।