taiwan earthquake

তাইওয়ান: কিছু দিন ধরেই ছোটোখাটো ভূমিকম্পে দুলে উঠছিল তাইওয়ান। কিন্তু মঙ্গলবার রাতের কম্পনের তীব্রতা আর সহ্য করতে পারল না দেশটা। তীব্র এই কম্পনের ফলে এখনও পর্যন্ত চার জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম হয়েছেন দেড়শোর বেশি। আর এই ভূমিকম্পে হেলে পড়েছে একটা আস্ত হোটেল।

মঙ্গলবার গভীর রাতে তাইওয়ানের হুলাইন শহরের ২১ কিমি উত্তরপূর্বে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল সাড়ে ৬। হুলাইন শহরের বিভিন্ন বাড়িঘর কমবেশি ক্ষতিগ্রস্ত হলেও সব থেকে ভয়াবহ অবস্থা দশতলা বিশিষ্ট একটি হোটেলের।

কম্পনের প্রভাবে মাটিতে পুরোপুরি গুঁড়িয়ে না গেলেও, সাংঘাতিক ভাবে হেলে পড়েছে সে। ঘটনাটির সময়ে হোটেলে তিরিশজন আটকে পড়েন। প্রত্যেককেই অবশ্য নিরাপদে উদ্ধার করা হয়েছে। কম্পনে ভেঙে পড়া বাকি বাড়িঘর থেকেও সবাইকে উদ্ধার করেছে উদ্ধারকারী দল।

উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় অঞ্চলে অবস্থান করার ফলে এমনিতেই মাঝেমধ্যেই ভূমিকম্পে দুলে ওঠে তাইওয়ান। রবিবারও সেখানে ৬ মাত্রার একটি কম্পন অনুভুত হয়েছিল।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here