Homeখবরবিদেশহামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিধন কী ভাবে, পুঙ্খানুপুঙ্খ বিবরণ প্রকাশ করল ইজরায়েলি...

হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিধন কী ভাবে, পুঙ্খানুপুঙ্খ বিবরণ প্রকাশ করল ইজরায়েলি সেনা

প্রকাশিত

হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করার পুঙ্খানুপুঙ্খ বিবরণ প্রকাশ করেছে ইজরায়েলি সেনাবাহিনী। ইয়াহিয়ার হত্যাকে গাজা যুদ্ধে ইজরায়েলের অন্যতম বড় সফলতা বলে দাবি করা হচ্ছে। বৃহস্পতিবার ইজরায়েলি বাহিনী জানায়, দক্ষিণ গাজার রাফা জেলায় একাধিক অভিযান চালিয়ে অবশেষে তাঁকে খুঁজে বের করা হয় এবং একটি সংঘর্ষে হত্যা করা হয়।

ইজরায়েলি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, “এক বছরেরও বেশি সময় ধরে পরিচালিত অনুসন্ধান এবং অপারেশনের মাধ্যমে সিনওয়ারের গতিবিধি সীমিত করা হয়। গত ১৬ অক্টোবর, ২০২৪-এ, ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (IDF) দক্ষিণ কমান্ডের সৈন্যরা সিনওয়ারকে হত্যা করতে সক্ষম হয়।”

ইজরায়েলের সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি জানিয়েছেন, সিনওয়ারকে দক্ষিণ গাজার রাফা অঞ্চলে দুই সশস্ত্র সঙ্গীর সঙ্গে চিহ্নিত করা হয়। ইজরায়েলি সেনাদের তৎপরতায় এই সন্ত্রাসবাদী দলটি গোপন আশ্রয় খুঁজতে ঘর থেকে ঘরে পালানোর চেষ্টা করছিল। সংঘর্ষ শুরু হলে, সেনাবাহিনী তিনজনকেই টার্গেট করে। সিনওয়ার আহত অবস্থায় একা পালিয়ে যান, কিন্তু ড্রোন ফুটেজে তাঁর অবস্থান ধরা পড়ে এবং তাঁর শেষ আশ্রয়স্থল শনাক্ত করা হয়।

হাগারি আরও জানান, ড্রোন ফুটেজে দেখা গেছে যে সিনওয়ার তাঁর হাতে গুরুতরভাবে আঘাত পেয়েছিলেন। তার পর একটি বাড়ির ভেতরে লুকিয়ে ছিলেন। শেষ মুহূর্তে তিনি ড্রোনকে লক্ষ্য করে একটি গাছের ডাল ছুড়ে মারেন, যা তার দুর্বল অবস্থার প্রমাণ। তাঁকে গুলি করে হত্যা করার পর, ইজরায়েলি সেনারা তাঁর দেহ শনাক্ত করে। সিনওয়ারের সঙ্গে একটি বন্দুক এবং ৪০ হাজার শেকেল পাওয়া যায়।

ইজরায়েলি বাহিনী দাবি করেছে, ইয়াহিয়া সিনওয়ার ছিলেন ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার প্রধান পরিকল্পনাকারী, যেটি হামাস পরিচালনা করেছিল। সেই হামলায় কয়েকশো ইজরায়েলি নাগরিক নিহত হয়েছিল। তিনি হামাসের সামরিক শাখার নেতা ছিলেন এবং গাজার সন্ত্রাসবাদী কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করছিলেন।

ইজরায়েলি সেনাবাহিনীর কথায়, “এই সফল অপারেশনটি হামাসের উপর আমাদের চলমান অভিযানের একটি বড় অংশ। আমরা তাদের নেতাদের বিরুদ্ধে একের পর এক আঘাত হানছি।”

তবে, হামাসের পক্ষ থেকে সিনওয়ারের মৃত্যু এখনও নিশ্চিত করা হয়নি। যদিও তাঁর অনুপস্থিতি ও ইজরায়েলি সেনাদের বিবৃতির পর গাজায় উত্তেজনা বাড়ছে। সিনওয়ার ছিলেন হামাসের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা, যিনি ইসমাইল হানিয়েহর মৃত্য়ুর পর চলতি বছরের আগস্টে শীর্ষপদে বসেছিলেন। ইসমাইল হানিয়েহও ইরানে একটি হামলায় নিহত হন বলে জানা যায়, যদিও ইজরায়েলি সেনাবাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জেএনইউ ছাত্রসংসদ নির্বাচনে বাম ঝড়, চারটি পদই বাম ঐক্যের দখলে

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদ নির্বাচনে আবার বাম ঐক্যের জয়জয়কার। চারটি মূল...

ওয়াশিংটন-অক্ষরের দাপটে সিরিজ ২-১ করল ভারত, চতুর্থ টি২০ ম্যাচে ধরাশায়ী অস্ট্রেলিয়া

ভারত: ১৬৭-৮ (শুভমন গিল ৪৬, অভিষেক শর্মা ২৮, নাথান এলিস ৩-২১, অ্যাডাম জাম্পা ৩-৪৫) অস্ট্রেলিয়া:...

এইচএমআই-তে উদ্বোধন, সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউটের উদ্যোগে পেন্টাথেলন প্রতিযোগিতার সূচনা সান্দাকফু থেকে

খবর অনলাইন ডেস্ক: সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট ২০২৫ সালে আবার তাদের অনন্য ও চ্যালেঞ্জিং পেন্টাথেলন...

সংস্কৃতি, উৎসব, প্রকৃতি—দুর্গরাজ্য রাজস্থানকে পিছনে ফেলে পর্যটক টানতে এগিয়ে বাংলা

রাজস্থানের ঐতিহ্য আর দুর্গ নয়, এখন পর্যটকদের আকর্ষণ বৈচিত্র্য ও সংস্কৃতি। ২০২৪ সালে বিদেশি পর্যটকে দেশের দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ।

আরও পড়ুন

মা চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার, বাবা লেখক মাহমুদ মামদানি, নিউইয়র্কের মেয়রের জীবন যেন বিশ্বনাগরিকের প্রতিচ্ছবি

আমেরিকার ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করলেন ভারতীয় বংশোদ্ভূত বামপন্থী নেতা জোহরান মামদানি (Zohran...

ট্রাম্পের আক্রমণ উপেক্ষা করে বড়ো জয় বামপন্থী প্রার্থীর, নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

নিউইয়র্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর আক্রমণ ও ব্যবসায়ী মহলের তীব্র বিরোধিতা সত্ত্বেও নিউইয়র্কের...

পাকিস্তান-সহ ৪ দেশ পরমাণু গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে, তাই আমেরিকাও শুরু করবে, জানিয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, পাকিস্তান-সহ একাধিক দেশ গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তাই ৩০ বছর পর আমেরিকারও পারমাণবিক পরীক্ষা ফের শুরু করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।