ওয়েবডেস্ক: আসল কি না যাচাই করার জন্য সোনার জিনিসে অনেকেই কামড় দেন। কিন্তু একই পদ্ধতি ফোনের ব্যাটারির ক্ষেত্রে প্রয়োগ করতে সেটা যে কতটা ভয়াবহ হতে পারে সেটা হাড়ে হাড়ে টের পেলেন তাইওয়ানের এক ক্রেতা।
চ্যানেল নিউজ এশিয়া সূত্রে জানা গিয়েছে, তাইওয়ানের রাজধানী তাইপেইয়ে একটি মোবাইলের দোকান থেকে আইফোনের ব্যাটারি কিনছিলেন এক ব্যক্তি। সেটা আসল কি নকল, সম্ভবত সেটা বোঝার জন্য ব্যাটারিতে কামড় দিয়েছিলেন সেই ব্যক্তি।
দোকানের সিসিটিভি ফুটেজ থেকে দেখা যাচ্ছে, কামড় দেওয়ার পরেই মুখটা কিঞ্চিত সরাতেই ছোটোখাটো একটা বিস্ফোরণ ঘটে যায় ব্যাটারিতে। ঘটনার আকস্মিকতায় অনেকে হতচকিত হলেও ভাগ্যক্রমে কেউ হতাহত হননি। গত শুক্রবার এই ঘটনাটি ঘটেছে।
চ্যানেল নিউজ এশিয়ার দাবি, এখন পর্যন্ত ৪৪ লক্ষ মানুষ এই ভিডিও দেখে ফেলেছেন। দেখুন সেই ভিডিও-