নয়াদিল্লি: সিরিয়ায় ক্রমশ উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে ভারত সরকার দেশের সমস্ত নাগরিককে সিরিয়া ভ্রমণ এড়িয়ে চলার জন্য নির্দেশ জারি করেছে। শুক্রবার গভীর রাতে এক বিজ্ঞপ্তিতে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি সিরিয়ায় অবস্থানরত ভারতীয়দের জন্য জরুরি হেল্পলাইন নম্বর ও ইমেল আইডি শেয়ার করেছে বিদেশ মন্ত্রক।
জরুরি নির্দেশিকা
বিদেশ মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, “যাঁরা সিরিয়া থেকে সরে আসতে পারেন, তাঁদের যত দ্রুত সম্ভব বাণিজ্যিক উড়ানে ফিরে আসার পরামর্শ দেওয়া হচ্ছে। যাঁরা ফিরে আসতে পারবেন না, তাঁদের নিজেদের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে এবং প্রয়োজন ছাড়া বাইরে না বেরোতে অনুরোধ করা হচ্ছে।”
জরুরি প্রয়োজনে সিরিয়ায় ভারতের দূতাবাসের (+963 993385973) নম্বরে যোগাযোগ করা যেতে পারে। এই নম্বরটি হোয়াটসঅ্যাপেও ব্যবহৃত হবে। এছাড়া, জরুরি ইমেল আইডি (hoc.damascus@mea.gov.in)-তেও যোগাযোগ করা যাবে।
সিরিয়ায় পরিস্থিতি কেমন?
সিরিয়া বর্তমানে তীব্র রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে বিদ্রোহী দল ও মিলিশিয়ারা তীব্র আক্রমণ চালাচ্ছে। গত এক সপ্তাহ ধরে বিদ্রোহীরা হোমসের দোরগোড়ায় পৌঁছে গেছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
বিদ্রোহীদের এই অভিযানের ফলে সিরিয়ার আলেপ্পো ও হামা শহর ইতিমধ্যেই আসাদ সরকারের নিয়ন্ত্রণ হারিয়েছে। যদি বিদ্রোহীরা হোমস দখল করে, তবে রাজধানী দামাস্কাসের সঙ্গে ভূমধ্যসাগরীয় উপকূলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।
Travel advisory for Syria:https://t.co/bOnSP3tS03 pic.twitter.com/zg1AH7n6RB
— Randhir Jaiswal (@MEAIndia) December 6, 2024
বিদ্রোহীদের লক্ষ্য
বিদ্রোহীদের নেতৃত্ব দিচ্ছে হায়াত তাহরির আল-শাম (HTS) নামে একটি জোট। এই জোটের নেতা আবু মোহাম্মদ আল-জোলানি বলেছেন, “আমাদের লক্ষ্য আসাদ সরকারের পতন। এই লক্ষ্য অর্জনে আমাদের সব পথ খোলা আছে।”
২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম প্রেসিডেন্ট আসাদ সরকারের পতনের আশঙ্কা এতটা প্রকট হয়েছে। বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়াচ্ছে।