Homeখবরবিদেশওয়াশিংটনে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করল ভারতীয় দূতাবাস

ওয়াশিংটনে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করল ভারতীয় দূতাবাস

প্রকাশিত

১০ম আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে ওয়াশিংটন ডিসিতে ভারতের দূতাবাস একটি যোগ সেশন আয়োজন করে। বৃহস্পতিবার ওয়াশিংটনের দ্য হোয়াফ-এ আয়োজিত এই যোগ সেশনে বহু মানুষ অংশগ্রহণ করেন।

আমেরিকায় ভারতীয় দূতাবাসের উপ-রাষ্ট্রদূত শ্রীপ্রিয়া রঙ্গনাথন বলেন, “যোগকে কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে ভারত যে ভূমিকা পালন করেছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত এটি জাতিসংঘে নিয়ে গিয়ে এই দিনটিকে একটি স্বীকৃত দিবস হিসেবে পালনের সুযোগ তৈরি করেছে। এই দিবসটি আমাদের একত্রিত হয়ে যোগের শক্তি এবং এর মূল্য সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ করে দেয়।”

২০১৫ সাল থেকে প্রতি বছর ২১ জুন বিশ্বব্যাপী আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়ে আসছে। ২০১৪ সালে জাতিসংঘ এই দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে গ্রহণ করে।

রঙ্গনাথন আরও বলেন, “যোগ একটি প্রাচীন ঐতিহ্য যা ৫০০০-৬০০০ বছর পূর্বের। তবে এটি এখনও সমসাময়িক এবং বর্তমান সময়ের জন্য প্রাসঙ্গিক।” তিনি যোগের মূল্য এখন অনেক বেশি উপলব্ধি করা হচ্ছে বলে উল্লেখ করেন, যা প্রতিটি পরিবার, সম্প্রদায় এবং প্রতিষ্ঠানের অংশ হয়ে উঠেছে।

তিনি বলেন, “যোগের মূল্য এখন অনেক বেশি প্রশংসিত হচ্ছে। এটি এখন প্রতিটি পরিবার, সম্প্রদায় এবং প্রতিষ্ঠানের অংশ হয়ে উঠেছে। মানুষ এখন চিন্তা করছে যে যোগ কীভাবে তাদের জীবনে মূল্য আনতে পারে এবং বিশ্বে যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি আমরা হচ্ছি, সেই চ্যালেঞ্জগুলি মোকাবেলায় কীভাবে যোগ সহায়ক হতে পারে।”

রঙ্গনাথন আরও উল্লেখ করেন যে, এখন যুবক এবং ছাত্ররাও এই প্রাচীন ঐতিহ্যের সাথে খুব জড়িত এবং যোগকে একটি পূর্ণাঙ্গ এবং সার্বিক ঐতিহ্য হিসেবে দেখছে। তিনি সংবাদসংস্থা এএনআইকে বলেন “এখন, এমনকি তরুণ প্রজন্ম এবং ছাত্ররাও এতে খুব জড়িত এবং যোগকে একটি সমন্বিত এবং সার্বিক ঐতিহ্য হিসেবে দেখছেন”।

সাম্প্রতিকতম

মহিলা টি২০ বিশ্বকাপ: সেমিফাইনালে যাওয়া হল না, প্রতিযোগিতা থেকে বিদায় ভারতের

দুবাই: রবিবার গ্রুপ ‘এ’-র ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার পরেও এবারের মহিলা টি২০ বিশ্বকাপে...

মানববন্ধনেই হবে ‘দ্রোহের কার্নিভাল’, সরকারি কর্মসূচি ভেস্তে দেবেন না, জানালেন জুনিয়র ডাক্তাররা

কলকাতার রানি রাসমণি রোডে মঙ্গলবার 'দ্রোহের কার্নিভাল' করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। কলকাতা পুলিশ অনুমতি না দিলেও, তাঁরা ধর্মতলা থেকে মানববন্ধন করবেন বলে জানিয়েছেন।

Google Meet-এ মিলবে ট্রান্সক্রিপশন ও রেকর্ডিংয়ের সুবিধা

ভার্চুয়াল বৈঠকের জন্য গুরুত্বপূর্ণ মাধ্যম হল ‘গুগল মিট’ (Google Meet)। সেই জনপ্রিয় ভার্চুয়াল মিটিং...

চিকিৎসক সংগঠনগুলির ডাকা ‘দ্রোহের কার্নিভাল’-এ যোগ দিচ্ছে এপিডিআর

কলকাতা: জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের উদ্যোগে আগামীকাল, মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া 'দ্রোহের কার্নিভাল'-এ সাংগঠনিক...

আরও পড়ুন

ইজরায়েলের আয়রন ডোমকে ফাঁকি দিয়ে প্রাণঘাতী ড্রোন হামলা হিজবুল্লার, কী ভাবে

হিজবুল্লার একটি ড্রোন ইজরায়েলের প্রখ্যাত আয়রন ডোম এয়ার-ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে চার সেনাকে হত্যা...

২০২৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন দারন অ্যাসেমোগ্লু, সাইমন জনসন ও জেমস এ রবার্টসন

এ বছর অর্থনীতিতে সম্মানজনক নোবেল পুরস্কার অর্জন করেছেন দারন অ্যাসেমোগ্লু, সাইমন জনসন ও জেমস...

ইজরায়েলি সেনাবাহিনীর উপর হিজবুল্লার ড্রোন হামলা, আহত-নিহত অনেক

ফের ইজরায়েলি সেনাবাহিনীর উপর হিজবুল্লার ড্রোন হামলা। ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রবিবার হিজবুল্লার একটি ড্রোন...
রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত