EAM arrived in Jakarta today. She was received at Airport by Ambassador Pradeep Kumar Rawat, Ambassador Suresh Reddy, DCM and senior officers of Embassy and Ministry of Foreign Affairs of Indonesia. EAM is scheduled to meet VP Jusuf Kalla and FM Retno Marsudi later in the day. pic.twitter.com/z5BKe3V3l0
— India in Indonesia (@IndianEmbJkt) January 5, 2018 গতকাল সুষমা থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রী ডন প্রামুদ্বিনাইয়ের সঙ্গে বৈঠক করেন। তাঁরা ভারত-থাইল্যান্ড যোগাযোগ, নিরাপত্তা ও সাংস্কৃতিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার টুইটারে বলেছেন, ‘দ্বিপক্ষীয় সম্পর্কের ক্রমবর্ধমান গতিবিধি বৃদ্ধির দিকে নজর রেখেই এই বৈঠক আয়োজন করা হয়েছিল।’ থাইল্যান্ডের বিদেশমন্ত্রীর সঙ্গে সুষমা সে দেশে নৈশভোজও সারেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার তিনটি দেশ থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুরে সুষমার এই সফর পূর্ব নির্ধারিত ছিল। এই সফরটি সংশ্লিষ্ট পূর্ব এশীয় দেশগুলির সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে বলেই আশা প্রকাশ করা হয়েছে।]]>খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।