Homeখবরবিদেশ'ইজরায়েলে আক্রমণ করলে দৃষ্টান্তমূলক পরিণতি', ইরানকে হুঁশিয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের

‘ইজরায়েলে আক্রমণ করলে দৃষ্টান্তমূলক পরিণতি’, ইরানকে হুঁশিয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের

প্রকাশিত

তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়া এবং বেইরুটে লেবানিজ গ্রুপ হিজবুল্লার একজন সিনিয়র সামরিক কমান্ডার ফুয়াদ শুকরেরকে হত্যার পর মধ্যপ্রাচ্য ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। মার্কিন প্রশাসনের একজন ঊর্ধ্বতন আধিকারিক বলেছেন, ইরান যদি ইজরায়েল আক্রমণ করার সিদ্ধান্ত নেয়, তাহলে “দৃষ্টান্তমূলক” পরিণতির সম্মুখীন হতে হবে৷

একই সঙ্গে, দোহা বা কায়রোতে ১৫ আগস্টের জন্য নির্ধারিত যুদ্ধবিরতি এবং পণবন্দিদের মুক্তি চুক্তির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ইজরায়েল এবং হামাসের মধ্যে জরুরি আলোচনার আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতার।

এই জোড়া হত্যাকাণ্ডের পর, সম্ভাব্য বৃহত্তর সংঘাতের ক্রমবর্ধমান আশঙ্কা তৈরি হয়েছে। যার জের যুক্তরাজ্য এবং মিশর তাদের এয়ারলাইনগুলির জন্য ইরান এবং লেবাননের আকাশসীমা এড়ানোর পরামর্শ জারি করতে বাধ্য করেছে।

মিশরের বেসামরিক বিমান চলাচল মন্ত্রক বুধবার নিশ্চিত করেছে যে তারা ইরানি কর্তৃপক্ষের কাছ থেকে একটি বিজ্ঞপ্তি পেয়েছে। যাতে বলা হয়েছিল, “৭ আগস্ট তেহরানের সময় অনুযায়ী বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা এবং ৮ আগস্ট ভোর সাড়ে ৪টে থেকে সকাল সাড়ে ৭টা আগস্ট ইরানের আকাশসীমায় সামরিক মহড়া পরিচালিত হবে”।

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক ইউনাইটেড এয়ারলাইন্স তেল আবিবে নিজের ফ্লাইটগুলির বিরাজমান স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করেছিল। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ৩১ জুলাই পর্যন্ত উড়ান স্থগিত করা হয়েছিল।

এদিকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য-সহ বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের লেবানন ছেড়ে চলে যেতে বলেছে। চলমান সংঘাতের মধ্যে, ভারত পশ্চিম এশিয়ার পরিস্থিতিকে “চরম উদ্বেগের” বলে উল্লেখ করেছে। এর সঙ্গে সম্পর্কিত সকল পক্ষকে উত্তেজনা হ্রাস এবং সংযম দেখানোর আহ্বান জানিয়েছে ভারত।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন যে প্রায় ৩ হাজার ভারতীয় নাগরিক লেবাননে এবং আরও ১০ হাজার ইরানে রয়েছে। সেখানে ভারতীয় দূতাবাস (লেবানন এবং ইরান) জনগণকে সতর্ক ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। ভারত সরকার অন্তর্নিহিত সমস্যাগুলি মোকাবিলা করতে এবং একটি দীর্ঘস্থায়ী সমাধানের জন্য সংলাপ এবং কূটনৈতিক আলোচনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে।

সাম্প্রতিকতম

পছন্দের সেলেবকণ্ঠে এবার চ্যাটবট Meta AI কথাও বলবে, নয়া ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

বেশ কয়েক মাস হল ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে (WhatsApp) ব্যবহারকারীরা চ্যাটবট ‘মেটা এআই’-এর (Meta...

সুপ্রিম কোর্টে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি: হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে বড়ো স্বস্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সিবিআইয়ের রুজু...

কমলা হ্যারিস বনাম ডোনাল্ড ট্রাম্প: কী বলছে রয়টার্স/আইপিএসওএস-এর ভোট   

ওয়াশিংটন: মুখোমুখি বিতর্কসভায় (প্রেসিডেন্সিয়াল ডিবেট) প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দেওয়ার পর রয়টার্স/আইপিএসওএস-এর ভোটেও...

আইএসএল: এবারে রয়েছে মহমেডান স্পোর্টিংও, প্রতিযোগিতা শুরু শুক্রবার

খবর অনলাইন ডেস্ক: এবারের আইএসএল-এ (ইন্ডিয়ান সুপার লিগ) প্রতিযোগী দলের সংখ্যা দাঁড়িয়েছে ১৩-তে। কলকাতা...

আরও পড়ুন

কমলা হ্যারিস বনাম ডোনাল্ড ট্রাম্প: কী বলছে রয়টার্স/আইপিএসওএস-এর ভোট   

ওয়াশিংটন: মুখোমুখি বিতর্কসভায় (প্রেসিডেন্সিয়াল ডিবেট) প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দেওয়ার পর রয়টার্স/আইপিএসওএস-এর ভোটেও...

মুখোমুখি বিতর্কসভায় ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দিলেন কমলা হ্যারিস, বলছে জনমত সমীক্ষা

খবর অনলাইন ডেস্ক: বিতর্কসভায় মাত করলেন কমলা হ্যারিস। আমেরিকান ভোটাররা অন্তত এ ব্যাপারে মোটামুটি...

‘পানের স্বাদ উপভোগ করতে চাইলে কাশীতে বিনিয়োগ করুন’, সিঙ্গাপুরে ব্যবসায়ীদের উদ্দেশে মোদীর বিশেষ আহ্বান

সিঙ্গাপুরে ব্যবসা সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বব্যাপী ব্যবসায়ীদের কাশীতে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বারানসীর বিখ্যাত পানের কথাও উল্লেখ করেন। এছাড়া সিঙ্গাপুরে 'ইনভেস্ট ইন্ডিয়া' অফিস স্থাপনের ঘোষণা দেন।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?