বাগদাদ শুক্রবার বাগদাদ বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় নিহত হয়েছেন ইরানের সেনা আধিকারিক আর ইরাকেরও এক আধিকারিক। তার পরের দিনই ইরাকে মার্কিন দূতাবাস আর মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে রকেট আর মর্টার হামলা চালানো হল।
শনিবার বিকেলে বাগদাদের গ্রিন জোনে মার্কিন দূতাবাস লক্ষ্য করে মর্টার হামলা চালানো হয়েছে। তবে ওই মর্টার দূতাবাসের কাছে পড়েনি। দূতাবাস থেকে কিছুটা দূরে পড়েছে।
এই হামলার সঙ্গে সঙ্গেই গ্রিন জোন অঞ্চলে সাইরেন বেজে ওঠে।
এর পরেই বাগদাদের উত্তরে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়, এমনই জানিয়েছে ইরাকি প্রশাসন।
আরও পড়ুন যুদ্ধের জিগির বাড়িয়ে ইরানকে চূড়ান্ত হুশিয়ারি ট্রাম্পের
এই হামলার পরেই সেনা ঘাঁটি থেকে ড্রোন ওড়ানো হয়, এটা বোঝার জন্য যে কথা থেকে এই রকেট হামলা চালানো হয়েছে।
এই হামলার দায় স্বীকার কেউ না করলেও মার্কিন প্রশাসন মনে করছে শুক্রবারের হামলার বদলা নিতেই এই হামলা করেছে ইরান।
এ দিকে এ দিনই ইরানকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন ইরান যদি আর হামলা করে মার্কিনীদের ওপরে, তা হলে ইরানের ৫২টি জায়গা লক্ষ্য করে হামলা করবে মার্কিন যুক্তরাষ্ট্র আর তাতে মার্কিনীদের প্রভূত ক্ষয়ক্ষতি হবে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।