Homeখবরবিদেশগাজায় মানবিক সহায়তা নিয়ে রওনা, গ্রেটা থুনবার্গদের জাহাজ আটকাল ইজরায়েল, সমুদ্রে 'অপহরণ'-এর...

গাজায় মানবিক সহায়তা নিয়ে রওনা, গ্রেটা থুনবার্গদের জাহাজ আটকাল ইজরায়েল, সমুদ্রে ‘অপহরণ’-এর অভিযোগ

প্রকাশিত

পুনরায় উত্তাল আন্তর্জাতিক জলসীমা। জলপথে গাজা অভিমুখে রওনা হওয়া একটি মানবিক সহায়তা বহনকারী জাহাজ ‘ম্যাডলিন’ আটকাল ইজরায়েলি সেনারা। জাহাজটিতে ছিলেন বিখ্যাত জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ, ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান-সহ একাধিক মানবাধিকার কর্মী।

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (FFC)-এর তরফে জানানো হয়েছে, স্থানীয় সময় রাত ২টার পর আন্তর্জাতিক জলসীমায় ইজরায়েলি সেনারা জাহাজটিতে হানা দেয়। রিমা হাসান এক্স-এ একটি ছবি শেয়ার করে দেখান, জাহাজের যাত্রীরা লাইফজ্যাকেট পরে হাত তুলে বসে রয়েছেন, যা পরিস্থিতির ভয়াবহতা প্রকাশ করে।

ফ্রিডম ফ্লোটিলা দাবি করেছে, যাত্রীদের ‘অপহরণ’ করেছে ইজরায়েলি বাহিনী এবং জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ইতালির সিসিলি থেকে যাত্রা শুরু করেছিল ব্রিটিশ পতাকাবাহী এই মানবিক জাহাজ। গাজার ওপর দীর্ঘদিনের নৌ অবরোধ চ্যালেঞ্জ করে কিছু প্রতীকী ত্রাণ যেমন চাল ও শিশুখাদ্য পৌঁছে দেওয়াই ছিল জাহাজটির লক্ষ্য।

অন্যদিকে, ইজরায়েলি বিদেশ মন্ত্রকের দাবি, “সেলিব্রিটির সেলফি ইয়ট” ‘ম্যাডলিন’ এখন ইজরায়েলের উপকূলের দিকে নিরাপদে এগোচ্ছে। মন্ত্রণালয়ের ভাষ্য, “এই অভিযান মূলত প্রচার পাওয়ার জন্য, যেখানে ত্রাণের পরিমাণ ছিল এক ট্রাকেরও কম।”

টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ইজরায়েলি দূতাবাসের মুখপাত্র গাই নির বলেন, “ওরা ত্রাণের সঙ্গে অন্য কিছুও নিয়ে আসতে পারে, যেমন অস্ত্রশস্ত্র। তাই সব ত্রাণসামগ্রীর মতো এটাও পরীক্ষা করতে হবে। সেলিব্রিটি থাকলেই বিশেষ ছাড় মিলবে না।”

এই ঘটনার কিছুক্ষণ আগেই ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ নির্দেশ দিয়েছিলেন ‘ম্যাডলিন’কে যে কোনো মূল্যে থামানোর। তিনি বলেছিলেন, “প্রয়োজনে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।”

FFC পাল্টা বিবৃতিতে জানায়, “ইজরায়েলের এই সমুদ্র অবরোধ বেআইনি। আমরা ভয় পাই না। ‘ম্যাডলিন’ একটি নিরস্ত্র মানবিক সহায়তা বহনকারী জাহাজ। আন্তর্জাতিক জলসীমায় একে বাধা দেওয়া আন্তর্জাতিক আইন লঙ্ঘন।”

উল্লেখ্য, এটি ছিল ফ্রিডম ফ্লোটিলার দ্বিতীয় অভিযান। এর আগে ‘Conscience’ নামের একটি জাহাজ মে মাসে গাজার উদ্দেশে যাত্রা করলেও আন্তর্জাতিক জলসীমায় ড্রোন হামলার পর তা ব্যর্থ হয়। ওই হামলার জন্য ইজরায়েলকে দায়ী করলেও, ইজরায়েল তা স্বীকার করেনি।

এই ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ ছড়িয়েছে। মানবিক সহায়তার নামে বাধা, নৌ অবরোধ, ও সেলিব্রিটি উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।

সাম্প্রতিকতম

জরুরি নির্গমন দরজার কাছে আসন, আর উপস্থিত বুদ্ধি, তার জোরেই কি বেঁচে গেলেন ব্রিটেনের নাগরিক রমেশ?

এয়ার ইন্ডিয়া AI171 বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২০০-র বেশি মানুষের। কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেলেন ব্রিটিশ নাগরিক রমেশ বিষ্বাসকুমার, যিনি ছিলেন ১১A সিটে।

নীরব মহামারী হয়ে উঠছে হাইপার টেনশন, ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি

বিশ্বে হাইপার টেনশনে ভুগছেন ১.২৮ বিলিয়ন মানুষ। ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি। মাত্র ১২% রোগী রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম, দাবি হু'র।

ভাইরাল হয়েই বিপত্তি, মাসে ৮ লাখ রোজগার করা মুম্বইয়ের অটো ড্রাইভারের ব্যবসা লাটে

মুম্বইয়ে মার্কিন কনস্যুলেটের বাইরে ভিসা প্রার্থীদের ব্যাগ রাখার ব্যবসা শুরু করে মাসে লক্ষাধিক টাকা আয় করছিলেন এক অটোচালক। পুলিশের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল সেই উদ্যোগ।

গুজরাতের মেঘানিনগরে ভয়াবহ বিমান দুর্ঘটনা, আগুনে ভস্মীভূত এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান

অহমদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান। ২৪২ জন যাত্রী ও কর্মী ছিলেন বিমানে। দুর্ঘটনার পর আগুন ধরে যায়। চলছে উদ্ধারকাজ।

আরও পড়ুন

‘ওরা থুতু ফেললে, আমরা মারব!’ লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভে সেনা পাঠিয়ে হুঁশিয়ারি ট্রাম্পের

লস অ্যাঞ্জেলেসে অভিবাসনবিরোধী বিক্ষোভে উত্তেজনা, সেনা নামালেন ট্রাম্প। বললেন, "ওরা থুতু ফেললে, আমরা মারব!" গ্রেফতার অন্তত ২৭।

যুদ্ধের নয়া কৌশল দেখাল ইউক্রেন, ইতিহাসের ‘সবচেয়ে দুঃসাহসী’ ড্রোন হামলা ‘অপারেশন স্পাইডার ওয়েব’

ইউক্রেন আবারও চমকে দিল বিশ্বের সামরিক বিশেষজ্ঞদের। ইতিহাসের অন্যতম দুঃসাহসিক ড্রোন হামলায় তারা আঘাত...

হাভার্ডের বিদেশি ছাত্র ভর্তির অধিকার বাতিল ট্রাম্প প্রশাসনের, চাপে ৭৮৮ ভারতীয় পড়ুয়া

হাভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি ছাত্র ভর্তির অধিকার বাতিল করল মার্কিন ট্রাম্প প্রশাসন। ৭৮৮ জন ভারতীয় পড়ুয়াসহ বিপাকে পড়েছেন প্রায় ৬,৮০০ বিদেশি ছাত্র।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে