Homeখবরবিদেশগাজার স্কুলে ইজরায়েলি হামলা, নিহত শতাধিক ঘরছাড়া মানুষ

গাজার স্কুলে ইজরায়েলি হামলা, নিহত শতাধিক ঘরছাড়া মানুষ

প্রকাশিত

পূর্ব গাজায় একটি স্কুল বাড়িতে আশ্রয় নেওয়া গৃহহীন মানুষকে লক্ষ্য করে ইজরায়েলি হামলা! শনিবার প্যালেস্তাইনের সরকারি বার্তা সংস্থা WAFA-র রিপোর্ট উল্লেখ করে রয়টার্স জানিয়েছে, ওই হামলায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছে। হামাস-চালিত গাজার সরকারি সংবাদ সংস্থার মতে, প্রার্থনা করার সময় এই হামলা ঘটে।

এক বিবৃতিতে সরকারি সংবাদ সংস্থা বলেছে, “ফজরের (ভোরের) নামাজ পড়ার সময় ঘরছাড়া লোকদের লক্ষ্য করে ইজরায়েলি হামলা চালানো হয়েছিল। এমন একটি সময়ে হামলা চালানোর ফলে হতাহতের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে।” হামলার আগে, সুনির্দিষ্ট যুদ্ধাস্ত্র ব্যবহার, আকাশে নজরদারি এবং গোয়েন্দা তথ্য সহ বেসামরিকদের ক্ষতির ঝুঁকি কমানোর জন্য অনেক পদক্ষেপ নেওয়া হয়েছিল বলেও দাবি তাদের।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “আইএএফ (ইজরায়েলি বিমান বাহিনী) আল-তাবাঈন স্কুলের আশ্রয় শিবিরে এবং দারাজ তুফাহের একটি মসজিদের পাশে অবস্থিত হামাস কমান্ড ও কন্ট্রোল সেন্টারের মধ্যে কর্মরত হামাস সদস্যদের টার্গেট করেছিল। এই জায়গাটি এখন গাজা শহরের বাসিন্দাদের জন্য আশ্রয়স্থল হিসাবে ব্যবহৃত হয়। “

উল্লেখ্য, আগের সপ্তাহে গাজা জুড়ে চারটি স্কুলে হামলা চালানো হয় বলে দাবি। তার পর ফের নতুন এই হামলা চালানো হয়। গত অক্টোবরে প্যালেস্তেনীয় সংগঠনের বিরুদ্ধে পূর্ণ মাত্রায় সামরিক অভিযান শুরু করার পর থেকে ইজরায়েল গাজা জুড়ে স্কুল-সহ ভবনগুলিতে হামলা চালাচ্ছে। তাদের দাবি, “হামাস কমান্ড কন্ট্রোল সেন্টার” থেকে পরিচালিত প্রাঙ্গনে “সন্ত্রাসবাদী” রয়েছে।

প্রসঙ্গত, তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়া এবং বেইরুটে লেবানিজ গ্রুপ হিজবুল্লার একজন সিনিয়র সামরিক কমান্ডার ফুয়াদ শুকরেরকে হত্যার পর মধ্যপ্রাচ্য ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। এই জোড়া হত্যাকাণ্ডের পর, উভয় তরফে চলছে হুশিয়ারি, পাল্টা হুশিয়ারি। সম্ভাব্য বৃহত্তর সংঘাতের ক্রমবর্ধমান আশঙ্কা তৈরি হয়েছে। যার জের যুক্তরাজ্য এবং মিশর তাদের এয়ারলাইনগুলির জন্য ইরান এবং লেবাননের আকাশসীমা এড়ানোর পরামর্শ জারি করতে বাধ্য করেছে।

সাম্প্রতিকতম

পছন্দের সেলেবকণ্ঠে এবার চ্যাটবট Meta AI কথাও বলবে, নয়া ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

বেশ কয়েক মাস হল ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে (WhatsApp) ব্যবহারকারীরা চ্যাটবট ‘মেটা এআই’-এর (Meta...

সুপ্রিম কোর্টে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি: হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে বড়ো স্বস্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সিবিআইয়ের রুজু...

কমলা হ্যারিস বনাম ডোনাল্ড ট্রাম্প: কী বলছে রয়টার্স/আইপিএসওএস-এর ভোট   

ওয়াশিংটন: মুখোমুখি বিতর্কসভায় (প্রেসিডেন্সিয়াল ডিবেট) প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দেওয়ার পর রয়টার্স/আইপিএসওএস-এর ভোটেও...

আইএসএল: এবারে রয়েছে মহমেডান স্পোর্টিংও, প্রতিযোগিতা শুরু শুক্রবার

খবর অনলাইন ডেস্ক: এবারের আইএসএল-এ (ইন্ডিয়ান সুপার লিগ) প্রতিযোগী দলের সংখ্যা দাঁড়িয়েছে ১৩-তে। কলকাতা...

আরও পড়ুন

কমলা হ্যারিস বনাম ডোনাল্ড ট্রাম্প: কী বলছে রয়টার্স/আইপিএসওএস-এর ভোট   

ওয়াশিংটন: মুখোমুখি বিতর্কসভায় (প্রেসিডেন্সিয়াল ডিবেট) প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দেওয়ার পর রয়টার্স/আইপিএসওএস-এর ভোটেও...

মুখোমুখি বিতর্কসভায় ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দিলেন কমলা হ্যারিস, বলছে জনমত সমীক্ষা

খবর অনলাইন ডেস্ক: বিতর্কসভায় মাত করলেন কমলা হ্যারিস। আমেরিকান ভোটাররা অন্তত এ ব্যাপারে মোটামুটি...

‘পানের স্বাদ উপভোগ করতে চাইলে কাশীতে বিনিয়োগ করুন’, সিঙ্গাপুরে ব্যবসায়ীদের উদ্দেশে মোদীর বিশেষ আহ্বান

সিঙ্গাপুরে ব্যবসা সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বব্যাপী ব্যবসায়ীদের কাশীতে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বারানসীর বিখ্যাত পানের কথাও উল্লেখ করেন। এছাড়া সিঙ্গাপুরে 'ইনভেস্ট ইন্ডিয়া' অফিস স্থাপনের ঘোষণা দেন।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?