খবর অনলাইনডেস্ক: নতুন করে ফের লেবাননের ওপরে বোমাবর্ষণ করল ইজরায়েল। রবিবার এই হামলায় মৃত্যু হয়েছে অন্তত ১০৫ জনের। আহত হয়েছেন সাড়ে তিনশোর বেশি মানুষ।
লেবাননের স্বাস্থ্যমন্ত্রক থেকে জানানো হয়েছে যে দক্ষিণ লেবাননের সব থেকে বড়ো শহর সিডনে মূল হামলা চালিয়েছে ইজরায়েল। ওই শহরে আবাসিক ভবন সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং এর ফলে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেক শরণার্থী রয়েছেন বলে দাবি করা হয়েছে।
লেবাননের রাজনৈতিক নেতারা এই ইজরায়েলি হামলাকে ‘গণহত্যা’ বলে অভিহিত করেছেন। যদিও ইজরায়েলের দাবি, জঙ্গিগোষ্ঠী হিজবুল্লাহর কয়েক ডজন লক্ষ্যবস্তুতেই শুধুমাত্র হামলা করা হয়েছে। তবে লেবাননের কর্মকর্তারা বলেছেন, ইজরায়েলের এই হামলায় অসংখ্য নিরপরাধ মানুষের প্রাণ গিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, লেবাননের রাজধানী বেইরুটকে আগে নিরাপদ আশ্রয়স্থল হিসাবে দেখা হত। তবে এবার ইজরায়েল সরাসরি বেইরুটেও হামলা করছে, যার থেকে বোঝা যাচ্ছে যে গোটা দেশটাকেই লক্ষ্যবস্তু করেছে ইজরায়েল।
এর আগে বেইরুটের দক্ষিণ শহরতলিতে ইজরায়েল হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে বিমান হামলায় হত্যা করে। মনে করা হচ্ছে, এর পর হিজবুল্লাহ কিছুটা দুর্বল হয়ে পড়তে পারে।