মৌ বসু
নিত্যনতুন প্রযুক্তি ব্যবহার করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেয় জাপান। ‘উদিত সূর্যের দেশ’ বলে পরিচিত জাপান এবার আরও একটি চমক সৃষ্টি করতে প্রস্তুত। ওয়েস্ট জাপান রেলওয়ে এবার হিউমানয়েড রোবটকে নিযুক্ত করার পরিকল্পনা করেছে। রেললাইনের রক্ষণাবেক্ষণের কাজ করবে এই বিশেষ রোবট।
দেখলে মনে হবে যেন কোনো হলিউডের সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য দেখছেন। আসলে বাস্তব। হিউমানয়েড এই বিশালাকারের রোবটের মাথায় থাকবে ক্রুড হেড। ট্রাকের ওপরে লাগানো থাকবে কোক coke bottle চোখ। ট্রাকের সাহায্য এই রোবট অনায়াসে রেললাইনের ওপর দিয়ে যাতায়াত করতে পারে। ট্রাকের ককপিটে থাকবেন চালক। রোবটের চোখে লাগানো থাকবে ক্যামেরা। সেই অত্যাধুনিক ক্যামেরার মাধ্যমে ট্রাকের ককপিটের ভেতরে বসেই চালক দেখতে পারবেন বাইরে কী হচ্ছে। সেইমতো রিমোট কন্ট্রোলের সাহায্যে রোবটের হাত নাড়াচাড়া করতে পারবে। লম্বায় রোবটের উচ্চতা ১২ মিটার। রোবট হাত দিয়ে ৪০ কেজি ওজন পর্যন্ত বহন করতে সক্ষম।
যে জাপানি সংস্থা এই বিশালাকৃতির হিউমানয়েড রোবট তৈরি করেছে তার সভাপতি কাজুয়াকি হাসেগাওয়াও জানান, আপাতত রেললাইনের পাশে থাকা গাছের ডালপালা কাটবে রোবট। ট্রেনের মাথায় থাকা তারকে ধরে রাখে যে ধাতব ফ্রেম তার রঙ করতেও সাহায্য করবে এই রোবট।
জাপানে মানুষের গড় বয়স বাড়ছে। নবীনের চেয়ে প্রবীণদের সংখ্যা বেশি। তাই রেললাইনের রক্ষণাবেক্ষণের মতো কঠিন কাজে কর্মী পাওয়া মুশকিল। তাই যন্ত্র ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন
সাইবার জালিয়াতিতে লক্ষ লক্ষ টাকা খোয়ালেন চণ্ডীগড়ের মহিলা, নিজেকে কী ভাবে বাঁচাবেন?