এ-ও কি সম্ভব? প্যারাসুট ছাড়া ২৫ হাজার ফুট অর্থাৎ ৭.৬ কিলোমিটার ওপর থেকে ঝাঁপ দিলেন ৪২ বছর বয়সি স্কাইডাইভার লুকে আইকিনস। শনিবার তিনি এমনই অসাধ্য সাধন করলেন ক্যালিফোর্নিয়ার সিমি উপত্যকায়। এর আগে এত উচ্চতা থেকে বিনা প্যারাসুটে মরণজয়ী লাফ কেউ দেননি।
উড়োজাহাজ থেকে লাফ দেওয়ার পর টানা দু-মিনিট আইকিনস ভূ-মুখী হয়ে নামতে থাকেন। তার পর তিনি পিঠ ফিরিয়ে ৩০মিটার লম্বা ও ৩০ মিটার চওড়া একটি জালের ওপর পড়েন। মুহূর্তটা তাঁর, তাঁর পরিবার আর যে সব দর্শক এই অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকার জন্য উপস্থিত ছিলেন তাঁদের সকলের কাছেই অনবদ্য হওয়াটাই স্বাভাবিক।
লুকে আইকিনস জানান, এই অভিজ্ঞতা প্রকাশ করার ভাষা তাঁর নেই। তিনি ধন্যবাদ জানান তাঁর দলের সব সদস্যকে যাঁরা তাঁকে গত দু’বছর ধরে এর প্রস্তুতি নেওয়ার জন্য সাহায্য করেছেন।
সরাসরি সম্প্রচার করে ফক্স নেটওয়ার্ক বিশ্ববাসীর কাছে এই অভূতপূর্ব ঘটনাটি তুলে ধরে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।