Home খবর বিদেশ কমলা হ্যারিস বনাম ডোনাল্ড ট্রাম্প: কী বলছে রয়টার্স/আইপিএসওএস-এর ভোট   

কমলা হ্যারিস বনাম ডোনাল্ড ট্রাম্প: কী বলছে রয়টার্স/আইপিএসওএস-এর ভোট   

0
কমলা হ্যারিস। ছবি তাঁর 'এক্স' অ্যাকাউন্ট থেকে নেওয়া।

ওয়াশিংটন: মুখোমুখি বিতর্কসভায় (প্রেসিডেন্সিয়াল ডিবেট) প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দেওয়ার পর রয়টার্স/আইপিএসওএস-এর ভোটেও বাজিমাত করলেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। ওই ভোটের ফল অনুসারে, নভেম্বর ৫-এর প্রেসিডেন্ট ভোটে জেতার ব্যাপারে ট্রাম্পের চেয়ে কমলা ৫ শতাংশ পয়েন্টে এগিয়ে আছেন।

দেশের নথিভুক্ত ভোটারদের মধ্যে দুদিন ধরে এই ভোট করে রয়টার্স/আইপিএসওএস। ৪৭% রায় দেন কমলা হ্যারিসের পক্ষে এবং ৪২% রায় দেন। রয়টার্স/আইপিএসওএস এর আগে গত ২১ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত যে ভোট করেছিল তাতে হ্যারিস পেয়েছিলেন ‘ফোর পয়েন্ট অ্যাডভান্টেজ’। সেই এগিয়ে থাকাটা এবার সেপ্টেম্বরের ‘পোলে’ এক পয়েন্ট বাড়ল।

রয়টার্স/আইপিএসওএস-এর ভোটে ৫৩% ভোটার পরিষ্কার জানিয়েছেন, প্রেসিডেন্সিয়াল ডিবেটে ডোনাল্ড ট্রাম্পকে মাত করে দিয়ছেন কমলা হ্যারিস। আর ২৪% মনে করেন, ট্রাম্পের পারফরমেন্স হ্যারিসের চেয়ে ভালো ছিল।

সিএনএন-এর এক ফ্ল্যাশ ‘পোলে’ তো কমলার পক্ষে আরও বেশি ভোট পড়েছে। ৬০ শতাংশ মনে করেন, ডিবেটে বাজিমাত করেছেন কমলা।

রয়টার্স/আইপিএসওএস-এর এই ‘পোলে’ ডেমোক্র্যাটদের মনোবল অনেকটাই বাড়বে। কারণ এই ‘পোলে’র ফলে হ্যারিস একটা পালটা আঘাত দিতে পারলেন। কারণ নভেম্বর ৫-এর প্রেসিডেন্ট ভোট নিয়ে নিউ ইয়র্ক টাইমস/সিয়েনা কলেজ যে জনমত সমীক্ষা করেছিল, তাতে সামান্য হলেও কমলা হ্যারিস পিছিয়ে ছিলেন। সেই পোলে ৪৮% ট্রাম্পের পক্ষে রায় দেন আর ৪৭% রায় দেন কমলার পক্ষে।

আরও পড়ুন

মুখোমুখি বিতর্কসভায় ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দিলেন কমলা হ্যারিস, বলছে জনমত সমীক্ষা

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version