Homeখবরবিদেশসত্যিই কি ফোনে কথা বলেছেন পুতিন-ট্রাম্প? কী বলছে ক্রেমলিন

সত্যিই কি ফোনে কথা বলেছেন পুতিন-ট্রাম্প? কী বলছে ক্রেমলিন

প্রকাশিত

সত্যিই কি ফোনে কথা হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের? এমন প্রশ্নেই বিশ্ব জুড়ে চলছে নানা রকমের জল্পনা।

গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ইউক্রেন সংকট নিয়ে ফোনালাপের বিষয়ে মার্কিন সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনের জবাবে ক্রেমলিন থেকে সোমবার এটিকে মিথ্যা বলে দাবি করা হয়েছে।

রবিবার প্রকাশিত ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প বৃহস্পতিবার পুতিনকে ফোনে সতর্ক করেছিলেন যাতে তিনি ইউক্রেন সংকটে উত্তেজনা আরও না বাড়ান। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানান, এটি “সম্পূর্ণ মিথ্যা তথ্য” এবং কোনো ফোনালাপের ঘটনা ঘটেনি।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ট্রাম্প ফোনালাপের সময় ইউরোপে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক উপস্থিতির কথা পুতিনকে স্মরণ করিয়ে দেন। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমকে কয়েকজন জানান, ট্রাম্প ইউক্রেনের যুদ্ধের সমাধানের বিষয়ে আরও আলোচনার ইচ্ছা প্রকাশ করেছেন।

প্রেসিডেন্ট ভোটের প্রচারে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি কয়েক ঘণ্টার মধ্যেই যুদ্ধ থামাতে পারবেন এবং সরাসরি পুতিনের সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে কী ভাবে তিনি এই শান্তি চুক্তি বাস্তবায়ন করবেন বা তার প্রস্তাবিত শর্তাবলী কী হবে তা তিনি স্পষ্ট করেননি।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নির্বাচনের পর সতর্ক করে বলেছেন, রাশিয়ার কাছে কোনো জমি ছেড়ে দেওয়া বা মস্কোর কোনো কঠোর দাবির কাছে আত্মসমর্পণ করলে তা ক্রেমলিনকে আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে আগ্রাসনের আশঙ্কা আরও বাড়াবে।

প্রসঙ্গত, এর আগে বেশ কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছিল, পুতিনকে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার আবেদন জানান ট্রাম্প। এ প্রসঙ্গে ট্রাম্পের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছিল সংবাদ সংস্থা এএফপি। কিন্তু তাঁরা কোনো মন্তব্য করতে চাননি।

আরও পড়ুন: ফলাফলের দিনই পুতিনকে ফোন করেছেন ট্রাম্প, যুদ্ধ থামানোর আর্জি

সাম্প্রতিকতম

আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত মাধ্যমিকের টেস্ট পেপার, কবে হাতে পাবে মাধ্যমিক পরীক্ষার্থীরা

আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক টেস্ট পেপার। পর্ষদ সূত্রে খবর, আগামী ১৬...

ভারতবর্ষে ইউনিসেফের ৭৫ বছর পূর্তি উদযাপনে স্মারক ডাকটিকিট প্রকাশ

ইউনিসেফের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে ভারতীয় ডাক বিভাগ স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে। শিশুদের অধিকার ও উন্নয়নে এই উদ্যোগের বিশেষ তাৎপর্য রয়েছে।

বিতর্কের অবসান, সৌদি আরবের হাতে ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব

সৌদি আরব পেতে চলেছে ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব। ফিফার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক তৈরি হলেও অধিকাংশ সদস্য দেশের সমর্থন পেয়েছে। বিস্তারিত জানুন।

লাদাখে শীতকালীন অভিযানের জন্য সেনার সর্বাধুনিক যান মোতায়েন, কী এই অল-টেরেইন ভেহিকল

লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি)-তে শীতকালীন অভিযানের প্রস্তুতি জোরদার করতে সর্বাধুনিক অল-টেরেইন ভেহিকল (এটিভি)...

আরও পড়ুন

আমেরিকায় ‘জন্মসূত্রে নাগরিকত্ব’ বাতিলের পরিকল্পনা ট্রাম্পের, কী প্রভাব পড়বে ভারতীয়-আমেরিকানদের উপর

মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের পরিকল্পনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। ১৪তম সংশোধনীর ভিত্তিতে সুরক্ষিত এই অধিকার নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ১.৬ মিলিয়ন ভারতীয়-আমেরিকান প্রভাবিত হতে পারেন।

যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে ৭৫ ভারতীয়কে উদ্ধার,লেবানন হয়ে ফেরানো হবে ভারতে

যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে ৭৫ জন ভারতীয়কে নিরাপদে উদ্ধার করা হয়েছে। বিদ্রোহীদের হাতে দামেস্কের পতনের পর ভারতীয় দূতাবাসের উদ্যোগে তাঁদের লেবাননে নিয়ে যাওয়া হয়।

সিরিয়ার আইসিস ঘাঁটিতে আমেরিকার হামলা, আসাদের পতনের পরেই গোলান দখল ইজরায়েলের

সিরিয়ায় আইসিস ঘাঁটিতে আমেরিকার গোলাবর্ষণ, আসাদের ক্ষমতাচ্যুতি এবং ইজরায়েলের গোলান মালভূমি দখল নিয়ে উত্তপ্ত পরিস্থিতি। জেনে নিন বিস্তারিত।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে