Homeখবরবিদেশ'এলিফ্যান্ট-ড্রাগন একসঙ্গে নাচুক'—মার্কিন শুল্ক যুদ্ধের মাঝে ভারতকে বার্তা চিনের

‘এলিফ্যান্ট-ড্রাগন একসঙ্গে নাচুক’—মার্কিন শুল্ক যুদ্ধের মাঝে ভারতকে বার্তা চিনের

প্রকাশিত

ব্যবসা-বাণিজ্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের মধ্যে উত্তেজনা তীব্রতর হচ্ছে। বিশেষ করে চিনা পণ্যে শুল্ক দ্বিগুণ করে ২০ শতাংশ করা নিয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর। এই পরিস্থিতিতে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই ভারত ও চিনের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে বলছেন, উভয় দেশকে “আধিপত্যবাদ ও শক্তির রাজনীতির বিরুদ্ধে নেতৃত্ব দিতে হবে”।

বেজিংয়ে ন্যাশনাল পিপলস কংগ্রেসের বৈঠকের পর শুক্রবার ওয়াং ই বলেন, “এলিফ্যান্ট ও ড্রাগনের নাচ বাস্তবে পরিণত করাই একমাত্র সঠিক পথ।” তিনি আরও বলেন, “পরস্পরকে সমর্থন করা, একে অপরকে দুর্বল না করা এবং সহযোগিতা জোরদার করাই দুই দেশের মৌলিক স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ।”

ভারতের প্রতি এক বড় কূটনৈতিক বার্তা হিসেবে ধরা হচ্ছে ওয়াং ই-এর এই বক্তব্য। যেখানে তিনি বলেছেন, “ভারত ও চিন একত্র হলে আন্তর্জাতিক সম্পর্কের সরলীকরণ ও ‘গ্লোবাল সাউথ’-এর উন্নয়ন আরও উজ্জ্বল ভবিষ্যৎ পাবে।”

ভারত এখনো চিনের এই আহ্বানে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে বৃহস্পতিবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ভারত ও চিন সম্পর্ককে আরও ইতিবাচক করার জন্য কাজ করছে। যার মধ্যে তীর্থযাত্রা পুনরায় শুরু করা, সরাসরি ফ্লাইট চালু করার মতো বিষয়গুলি অন্তর্ভুক্ত থাকবে।

ভারতের প্রতি নতুন কৌশল চিনের?

বেজিংয়ের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে এক প্রশ্নের উত্তরে ওয়াং ই বলেছেন, গত বছর উভয় দেশের মধ্যে “ইতিবাচক অগ্রগতি” হয়েছে, বিশেষ করে লাদাখের দেপসাং ও ডেমচোক অঞ্চলে সামরিক সরলীকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এরপর অক্টোবর মাসে রাশিয়ার কাজানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদা ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠক করেন এবং ডিসেম্বরে বেজিংয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন ওয়াং ই।

সীমান্ত সমস্যা নিয়ে তিনি বলেন, “আমরা দ্বিপাক্ষিক সম্পর্ককে কখনো সীমান্ত সমস্যার মাধ্যমে সংজ্ঞায়িত করতে পারি না বা কিছু নির্দিষ্ট মতপার্থক্যকে সামগ্রিক সম্পর্কের ওপর প্রভাব ফেলতে দিতে পারি না।”

মার্কিন-চিন শুল্ক যুদ্ধ

এ দিকে, যুক্তরাষ্ট্র ও চিনের মধ্যে শুল্ক যুদ্ধ নতুন মোড় নিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় প্রশাসনের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র চিনা পণ্যের ওপর শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করেছে। হোয়াইট হাউস জানিয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে চিনের ওপর চাপ সৃষ্টি করতে, যাতে তারা ফেন্টানিল রফতানির ওপর নিয়ন্ত্রণ আনে।

চিন দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে যুক্তরাষ্ট্রের কৃষি পণ্য—সয়াবিন, শুকরের মাংস ও গমের ওপর ১৫ শতাংশ পর্যন্ত শুল্ক বসিয়েছে এবং বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) অভিযোগ দায়ের করেছে। চিনের অভিযোগ, “এই একতরফা শুল্ক আরোপ বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম লঙ্ঘন করছে এবং চিন-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কের ভিত্তি দুর্বল করছে।”

চিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে “ফাঁপা অজুহাত” বলে নিন্দা জানিয়েছে এবং বলেছে, “যদি যুক্তরাষ্ট্র যুদ্ধ চায়—হোক তা শুল্ক, বাণিজ্য বা অন্য কিছু—তাহলে চিন শেষ পর্যন্ত লড়তে প্রস্তুত।”

সাম্প্রতিকতম

কুনাল কামরাকে ৫০০ খুনের হুমকি,পুলিশের তলবে এক সপ্তাহের সময় চাইলেন কমেডিয়ান

বিতর্কিত ‘গদ্দার’ রসিকতার জেরে কুনাল কামরাকে ৫০০-র বেশি খুনের হুমকি! শিবসেনা কর্মীদের বিরুদ্ধে মামলা, তবে ক্ষমা চাইতে নারাজ কমেডিয়ান। পুলিশের তলবে এক সপ্তাহের সময় চাইলেন কামরা।

তীব্র শারীরিক যন্ত্রণায় কাতর রোগীদের মধ্যে বাড়ছে মানসিক অবসাদ ও উৎকণ্ঠা

লাখ লাখ প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে উদ্বেগজনক মাত্রায় বাড়ছে মানসিক উদ্বেগ, উৎকণ্ঠা ও অবসাদ। আমেরিকান...

আইপিএল ২০২৫: সমানে সমানে লড়াই, শ্রেয়সের ব্যাট আর অর্শদীপের বল জিতিয়ে দিল পঞ্জাবকে  

পঞ্জাব কিংস: (২৪৩-৫) (শ্রেয়স আয়ার ৯৭ নট আউট, প্রিয়াংশ আর্য ৪৭, শশাঙ্ক সিংহ ৪৪...

ফেলনা নয় পেঁয়াজের খোসা, আটকাবে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মিও

ফেলনা নয় পেঁয়াজের খোসা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য—পেঁয়াজের খোসা নাকি আটকাতে পারে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি। বিস্তারিত জানুন।

আরও পড়ুন

ইজরায়েলের হামলায় গাজার নাসের হাসপাতালে আগুন, নিহত হামাস নেতা

ইজরায়েলের হামলায় গাজার নাসের হাসপাতালে আগুন! নিহত হামাসের শীর্ষ নেতা। চলতি যুদ্ধে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়াল। পড়ুন বিস্তারিত।

যুদ্ধের মধ্যেও সুখী দেশের তালিকায় অনেক এগিয়ে ইজরায়েল, কোন স্থানে ভারত? পাকিস্তান-বাংলাদেশ কোথায়?

সুখ যেন অধরাই থাকছে ভারতীয়দের কাছে। বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৫’। বিশ্বের...

গুগল সার্চ করে অনুপ্রবেশের পরিকল্পনা, রাজস্থানে বিএসএফের হাতে ধরা পড়লেন পাকিস্তানি মহিলা

গুগল সার্চ করে ভারতের সীমান্ত পার হওয়ার পরিকল্পনা করেছিলেন এক পাকিস্তানি মহিলা। রাজস্থানের শ্রীগঙ্গানগরে তাকে আটক করল বিএসএফ। চলছে তদন্ত।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে