lion climbs to safari car
সেই মুহূর্ত। ছবি: ইউটিউব থেকে

ওয়েবডেস্ক: জঙ্গল সাফারিতে আমরা তো কতই যাই। সাফারির গাড়ি থেকে দেখি দূরে বাঘ বা সিংহ ঘোরাফেরা করছে। তাদের কাছে ঘেঁষার বেশি সাহসও দেখাই না আমরা। কিন্তু কখনও ভেবেছেন সেই সাফারির গাড়িতে যদি বাঘ বা সিংহ উঠে পড়ে তা হলে কী হতে পারে?

সাফারির গাড়িতে সত্যিই একটা সিংহ উঠল। তবে সেটা ভারতে নয়, ক্রিমিয়ার ট্রাইগান সাফারি পার্কে। একটি ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে, সেখানে এই কাণ্ডটি দেখা যাচ্ছে।

আরও পড়ুন পুজোর আগেই কলকাতা-সিকিম বিমান, কবে থেকে?

ভিডিওয় দেখা যাচ্ছে একটি সিংহের কাছাকাছি গিয়ে থামল একটি সাফারি গাড়ি। সিংহটি এতক্ষণ দিব্য আরাম করছিল। কিন্তু গাড়িটাকে দেখেই সে উঠে এল। সম্ভবত গাড়ির চালকটিকে সে আগে থেকে চিনত। পরিষ্কার বোঝা যাচ্ছে সিংহটির কোনো হিংস্র কাজ করার বাসনা নেই, সে চায় একটু আদর খেতে।

গাড়িতে থাকা পর্যটকরা প্রথমে কিছুটা ভয় পেলেও পরে মানিয়ে নেন। তাঁরাও সিংহটিকে আদর করতে থাকেন। কেউ কেউ সেলফিও তোলার চেষ্টা করেন। মিনিটখানেক এ রকম চলার পরে ফের চলতে শুরু করে গাড়িটি। দেখে নিন সেই ভিডিও।

উত্তর দিন

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন