পৃথিবীর ক্ষুদ্রতম যন্ত্র তৈরি করার জন্য এ বছর রসায়নে নোবেল পুরস্কার পেলেন জিন-পিয়ার সভেজ, স্যর ফ্রেজার স্টোডার্ট আর বারনার্ড ফেরিঙ্গা।
আণবিক স্তরেও যে বিভিন্নরকম যন্ত্র তৈরি সম্ভব সেটি প্রমাণ করেছেন এই তিন বিজ্ঞানী। এই যন্ত্রগুলি একটি চুলের থেকেও এক হাজার ভাগ ছোটো। ক্যানসারের চিকিৎসার জন্য যন্ত্রগুলি খুব উপকারি। এরা খুব সহজেই মানবদেহে প্রবেশ করে ক্যানসার আক্রান্ত কোষে ওষুধ পৌঁছে দিতে পারবে।
নোবেল কমিটির মুখপাত্র অলফ র্যামস্ট্রম বলেছেন, “আণবিক স্তরে গতি নিয়ন্ত্রণকে আয়ত্ত করেছেন এই তিন জন।”
নোবেল পেয়ে ফেরিঙ্গা বলেছেন, “কী বলব বুঝতে পারছি না। আমি স্তম্ভিত, কিছুটা আবেগমথিতও”। ১৯৫১ সালে হল্যান্ডে জন্মগ্রহণ করা ফেরিঙ্গা বর্তমানে সে দেশের একটি বিশ্ববিদ্যালয়ে জৈব রসায়নের অধ্যাপক। ১৯৪২-এ স্কটল্যান্ডের এডিনবার্গে জন্মেছিলেন স্যর স্টোডার্ট। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে তিনি এখন অধ্যাপনা করেন। প্যারিসে ১৯৪২-এ জন্ম হয় সভেজের। স্ট্রাসবুর্গের বিশ্ববিদ্যালয়ে তিনি এখন অধ্যাপক।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।