man survives tank

ওয়েবডেস্ক: কথায় বলে ‘রাখে হরি মারে কে।’ ঠিক এমনই একটা ঘটনা ঘটল ৩৩ বছর বয়সি ব্যক্তি পেট্রো নাজারভের সঙ্গে। ট্যাংকের সামনে পড়ে গিয়েও আকস্মিক ভাবে রক্ষা পেলেন তিনি।

ঘটনাটি ঘটেছে সেন্ট পিটার্সবার্গে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত টি-৬০ ট্যাংকের প্রতিরূপ একটি ট্যাংকের মহড়া চলছিল। সেই মহড়ায় ভিড় করেছিলেন উৎসাহী অনেক মানুষজন। ট্যাংকের ওপরেও বেশ কয়েক জন বসেছিলেন। তাঁদের মধ্যেই ছিলেন নাজারভ। সেই সঙ্গে ছিলেন বেশ কিছু কচিকাঁচাও।

ভিডিওয়ে দেখা যাচ্ছে, একটি উঁচু জায়গা ট্যাংকটি পেরোতে যাওয়ার মুহূর্তেই সেখান থেকে পড়ে যান নাজারভ-সহ তিন জন। বাকিরা ট্যাংকের বাইরে ছিটকে গেলেও, নাজারভ পড়ে যান ট্যাংকের চাকার সামনে। পড়ে যাওয়ার মুহূর্তটিও নিজের ক্যামেরায় ভিডিও করেছেন নাজারভ।

ট্যাংকের চাকার সামনে নাজারভের পা আটকে যায়। বরাত জোরে শরীরের আর অন্য কোথাও কিছু হয়নি। কিছুক্ষণ পরে ট্যাংকটি সরানো হলে, সেখান থেকে বেরিয়ে যান নাজারভ। পায়ে বেশ ভালোই চোট পেয়েছেন তিনি, কিন্তু আরও ভয়ংকর কিছু হতে পারত তাঁর সঙ্গে।

গোটা ঘটনায় তদন্তের কাজ শুরু করেছে সেন্ট পিটার্সবার্গ প্রশাসন। দেখুন ঘটনাটির ভিডিও

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here