baghdad blast

বাগদাদ: ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল ইরাকের রাজধানী বাগদাদ। ঘটনায় এখনও পর্যন্ত ৩৮ জন নিহত হয়েছেন, আহত প্রায় ৯০।

ইরাকের জয়েন্ট অপারেশন কমান্ডের মুখপাত্র জেনারেল সাদ মান বলেন, “সোমবার সকালে মধ্য-বাগদাদের তায়ারান স্কোয়ারে নিজেদের উড়িয়ে দেয় দু’জন আত্মঘাতী জঙ্গি।” প্রতি দিন সকালে এই তায়ারান স্কোয়ারে অসংখ্য শ্রমিকের জমায়েত হয়। এখান থেকেই শ্রমিকরা যে যাঁর কাজে চলে যান। সম্ভবত সেই জমায়েতকে লক্ষ করেই বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।

আগেও এই তায়ারান স্কোয়ারে এই ধরনের হামলার ঘটনা ঘটেছে। গত তিন দিনে এই নিয়ে দু’বার বিস্ফোরণে কেঁপে উঠল বাগদাদ। মৃত এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এখনও পর্যন্ত কোনো জঙ্গিগোষ্ঠী এই হামলার দায় স্বীকার না করলেও অতীতের অভিজ্ঞতা থেকে বলা যায়, এই হামলায় জঙ্গি সংগঠন আইএসের হাত থাকার সম্ভাবনাই বেশি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here