Mara Martin

ওয়েবডেস্ক: গর্ভাবস্থা বা সন্তান প্রসবের পর মডেলদের র‍্যাম্পে হাঁটা অনেক সময়ই অসম্ভব হয়ে পড়ে। কিন্তু এই সমস্যাকেও যে জয় করা যায়, তা দেখালেন সুইমসুট ম়ডেল মারা মার্টিন। সব মিলিয়ে তিনি মডেলিং দুনিয়ায় এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করলেন।

Mara Martin

মিয়ামি সুইম উইক ২০১৮-এর র‍্যাম্পে মার্টিন হাঁটলেন নিজের সন্তানকে কোলে নিয়ে এবং স্তন্যপান করাতে করাতেই। তাঁর কানে যাতে বিকট শব্দ এবং কোলাহল না পৌঁছয়, সে দিকে লক্ষ্য রেখেই শিশুটির কানে লাগানো ছিল হেডফোন। নিজের পরনে রেখেছিলেন স্পোর্টস ইলাস্ট্রেটেড ব্র্যান্ডের সোনালি রঙের বিকিনি।

Mara Martin

জানা গিয়েছে, ওই প্রতিযোগিতার ফাইনালে, শেষ ১৬-য় নির্বাচিত হয়েছেন মার্টিন। এ জন্য তাঁর শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি। নিজের ইনস্টাগ্রামে সেই ছবি ও ভিডিও পোস্ট করে অন্য মহিলাদেরও এ বিষয়ে মানসিক ভাবে শক্তিশালী হয়ে ওঠার আবেদন রেখেছেন তিনি। নিজের পাঁচ মাসের কন্যা সন্তানকে র‍্যাম্পে স্তন্যপান করানোর সেই পোস্টে অজস্র মানুষ মার্টিনকে প্রশংসায় ভরিয়ে তুলেছেন।

মার্টিন লিখেছেন, এই ব্র্যান্ডের জন্য র‍্যাম্পে হেঁটে তাঁর দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন