monkey snatches money

ওয়েবডেস্ক: বাঁদরের বাঁদরামি ঠিক কোন পর্যায়ে যেতে পারে আন্দাজ করাও মুশকিল! এত দিন পর্যন্ত মানুষের হাত থেকে খাবারদাবার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠত বাঁদরদের বিরুদ্ধে, এ বার অভিযোগ উঠল পকেটমারির!

ঘটনাটি ঘটেছে চিনে। যেখানে একজন পর্যটকের পয়সার ব্যাগ ‘চুরি’ করে ব্যাগ থেকে সমস্ত টাকা পয়সা ছুড়ে ফেলে দিল বাঁদর। ঘটনার সময়ে বাঁদরের এই কাণ্ডটির ভিডিও করেছিলেন কেউ একজন। সেই ভিডিও এখন ভাইরাল হয়ে গিয়েছে।

ভিডিওয়ে দেখা যাচ্ছে, রেলিং-এর ধারে বসে খুব উৎসাহ নিয়েই পয়সার ব্যাগ খুলছে বাঁদরটি। হয়তো ভেবেছিল ভেতরে খাবারদাবার আছে। কিন্তু ব্যাগ খুলতেই বেরিয়ে এল একগুচ্ছ নোট। সম্ভবত ব্যাগের ভেতরে এই জিনিস থেকে আদৌ আনন্দিত হয়নি সে। তাই রাগের মাথাতেই সব নোট ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি খালি পয়সার ব্যাগটিও ফেলে দেয় সে।

তবে যার পয়সার ব্যাগটি সে হাতিয়েছিল, তার মোট কত টাকার ক্ষতি হল, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। দেখুন সেই ঘটনার ভিডিও।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here