বৃহস্পতি থেকে শুক্রবারের মধ্যে ধারাবাহিক বোমা বিস্ফোরণে কেঁপে উঠল তাইল্যান্ড। গত ২৪ ঘণ্টায় দেশটির দক্ষিণ অঞ্চলের বিভিন্ন প্রদেশ সহ পর্যটন শহর হুয়া হিনে একাধিক বিস্ফোরণে চার জন নিহত হন। আহত হয়েছেন অনেকে।
দেশের রানির জন্মদিন উপলক্ষে শুক্রবার সরকারি ছুটি ছিল। এমন একটি দিনে বিস্ফোরণ হওয়ায় এর পেছনে সন্ত্রাসবাদীদের হাত রয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল। বিস্ফোরণগুলিও হয়েছে দেশের বিখ্যাত পর্যটন কেন্দ্রগুলিতে। কিন্তু পুলিশ আধিকারিক এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন এর পিছনে কোনও সন্ত্রাসবাদীদের যোগ নেই।
গত ২৪ ঘণ্টায় হুয়া হিন-এ ৪টি বিস্ফোরণ ঘটান হয়। বিস্ফোরণে প্রাণ যায় ২ জনের। সুরাত থানি এলাকায় পর পর ২টি বিস্ফোরণের নিহত হন এক জন। পর্যটন কেন্দ্র ফুকেটের প্যাটঙ্গ দ্বীপে ২টি বিস্ফোরণ হয়, সেখানে শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ত্রাং-এ একটি বোমা বিস্ফোরণে নিহত হয়েছে ১ জন। ফয়াংঙ্গা উপত্যকায় একাধিক বিস্ফোরণ ঘটান হয়।
ভিডিও : সৌজন্যে রয়টার
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।