মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সঈদের ভগ্নীপতি এবং নিষিদ্ধ সংগঠন জামাত-উদ-দাওয়া (JuD)-র ডেপুটি চিফ আব্দুল রহমান মাক্কি শুক্রবার লাহোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। জামাত-উদ-দাওয়ার তথ্য অনুযায়ী, ৭৩ বছর বয়সি আব্দুল রহমান মাক্কি গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন এবং লাহোরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর ডায়াবেটিসের চিকিৎসা চলছিল।
জামাত-উদ-দাওয়ার এক কর্তাব্যক্তি সংবাদ সংস্থা পিটিআই-কে জানান, “শুক্রবার সকালে মাক্কি হৃদরোগে আক্রান্ত হন এবং হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।”
২৬/১১-র মুম্বই হামলার চক্রান্তে হাফিজ এবং লস্কর কমান্ডার জাকিউর রহমান লকভিকে সহায়তার পাশাপাশি গত কয়েক বছরে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপে বার বার মাক্কির নাম উঠে এসেছে। ২০২০ সালে পাকিস্তানের একটি সন্ত্রাসবিরোধী আদালত কর্তৃক সন্ত্রাসে টাকা জোগানোর জন্য ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত হন মাক্কি। তার পর থেকে তিনি আর সেভাবে খবরে আসেননি।
২০২৩ সালে তাঁকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ তকমা দিয়েছিল রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি)। যার ফলে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং অস্ত্র কেনার উপর নিষেধাজ্ঞা জারি হয়। এর আগে আমেরিকাও তাঁকে ‘জঙ্গি’ চিহ্নিত করে মাথায় দাম ২৫ হাজার ডলার ঘোষণা করেছিল।
হাফিজের ‘স্বেচ্ছাসেবী সংগঠন’ জামাত-উদ-দাওয়ারও আর্থিক বিষয় সংক্রান্ত দিকগুলি মাক্কি দেখভাল করতেন। পাকিস্তান মুতাহিদা মুসলিম লিগ (PMML) এক বিবৃতিতে জানিয়েছে, মাক্কি পাকিস্তান আদর্শের একজন প্রবক্তা ছিলেন।
আরও পড়ুন: রুশ মিসাইল হামলাতেই কি আজারবাইজানি যাত্রীবাহী বিমানের দুর্ঘটনা, তদন্ত উঠছে প্রশ্ন