মিউনিখ-কাণ্ডের সঙ্গে যোগ নেই আইএস-এর, জানাল পুলিশ

0

খবর অনলাইন: মিউনিখ হত্যাকাণ্ডে অভিযুক্ত তরুণের সঙ্গে আইএস-এর কোনও যোগাযোগ নেই। বরং এর এই কাণ্ডের সঙ্গে নরওয়ের দক্ষিণপন্থী গণহত্যাকারী আন্ডেয়ার্স বেরিং ব্রাইভিকের কাণ্ডের মিল আছে।

শুক্রবার সন্ধ্যায় ১৮ বছর বয়সি ওই তরুণ মিউনিখের শপিং সেন্টারে হত্যালীলায় মেতে ওঠে। তার পর নিজে আত্মহত্যা করে। এক সপ্তাহের মধ্যে পর পর তিনটি হামলায় ইউরোপে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছুটা যেন দিশাহারা অবস্থা। এরই মাঝে কিছুটা স্বস্তি দিল মিউনিখ পুলিশের বার্তা। মিউনিখ পুলিশের প্রধান হিউবারটুস আন্দ্রেই জানালেন, “আইএস-এর সঙ্গে এই ঘটনার একেবারেই কোনও যোগাযোগ নেই।” এই হত্যাকাণ্ডকে তিনি ‘এক উন্মাদ ব্যক্তির চিরন্তন কাণ্ড’ বলে বর্ণনা করেছেন, ‘যে মানুষটি গণহত্যাতেই মশগুল থাকে’।

আন্দ্রেই বলেন, “যোগাযোগটা স্পষ্ট। আজ থেকে ঠিক পাঁচ বছর আগে ব্রাইভিক যে হত্যালীলা চালিয়ে ৭৭ জনকে মেরে ফেলেছিল তার সঙ্গে মিউনিখ হত্যাকাণ্ডে অভিযুক্ত তরুণের কাণ্ডের মিল আছে।”

মিউনিখের প্রসিকিউটর থমাস স্টাইনক্রাউস-কখ জানান, ১৮ বছরের তরুণটি মারাত্মক অবসাদে ভুগছিল। তার সাইকিয়াট্রিক চিকিৎসা চলছিল। আপাতত সেই তরুণের নাম গোপন রাখা হয়েছে।

ও দিকে মিউনিখ শহরের মানুষজন মোমবাতি জ্বালিয়ে এবং গোলাপ দিয়ে হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন