newzealand high waves

ওয়েবডেস্ক: ঢেউটির উচ্চতা ২৩.৮ মিটার, যা একটি আটতলা বাড়ির সমান। এমনই একটি ভয়ংকর ঢেউ দেখা গেল নিউজিল্যান্ডে। সমুদ্রবিজ্ঞানীদের মতে দক্ষিণ গোলার্ধের ইতিহাসে এটিই সব থেকে উঁচু ঢেউ।

মঙ্গলবার একটি ঝড়ের সময়ে এই ঢেউ আছড়ে পড়েছে দক্ষিণ নিউজিল্যান্ডের ক্যামবেল দ্বীপে। নিউজিল্যান্ডের আবহাওয়া দফতরের অন্তর্গত সমুদ্রবিজ্ঞান দফতরের এক বিজ্ঞানী বলেন, “দক্ষিণ গোলার্ধের ইতিহাসে এটিই সব থেকে উচ্চতম ঢেউ, সেই ব্যাপারে আমরা নিশ্চিত।” ২০১২-য় অস্ট্রেলিয়ার তাসমানিয়ায় আছড়ে পড়া ২২.০৩ মিটারের ঢেউই এত দিন পর্যন্ত দক্ষিণ গোলার্ধের উচ্চতম ঢেউ হিসেবে স্বীকৃতি পেত।

একটি গভীর নিম্নচাপের প্রভাবে এই প্রবল ঝড় উঠেছিল বলে জানান ওই বিজ্ঞানী। হাওয়ার গতিবেগ ছিল ৬৫ নট বা ঘণ্টায় ১২০ কিমি। তার প্রভাবেই এই প্রলয়ঙ্করী ঢেউ দেখা গিয়েছিল।

শুধু নিউজিল্যান্ডই নয়, এই ঝড়ের প্রভাবে সামুদ্রিক জলোচ্ছ্বাস আগামী কয়েক দিনের মধ্যে সুদূর যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলেও পৌঁছে যেতে পারে বলে জানানো হয়েছে।

উত্তর দিন

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন