orangotan

ওয়েবডেস্ক:  ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে প্রায় ১৫০ কিমি দূরের একটি চিড়িয়াখানায় এক দর্শকরা ভিড় জমাচ্ছেন সিগারেটের টানে। নিজে পান করার থেকেও দর্শকদের বেশি আগ্রহ ওরাংওটাংয়ের ধূমপান দর্শনে।

বান্দুং চিড়িয়াখানার ওই ২২ বছরের ওরাংওটাংটিকে দেখা গেল স্বাভাবিক ভাবেই বসে থাকতে। এক দর্শক একটি সিগারেট জ্বালিয়ে কয়েকটা টান মেরেই সেটিকে ছুঁড়ে দিল তার উদ্দেশ্যে। না, ফিল্মি কায়দায় সে লুফে নিতে পারেনি বা চেষ্টাও করেনি সেই সিগারেট। কিছুক্ষণের চেষ্টায় মুখে তুলে নিল আর তারপর বেশ আরাম করেই তৃপ্তি নিল সুখটানের।

এখানে ক্লিক করে দেখুন সেই ভিডিও

তবে এটিই প্রথম নয়, অতীতেও বহু ওরাংওটাংকে এ ভাবে ধূমপান করতে দেখা গিয়েছে। জানা গিয়েছে, চিড়িয়াখানায় এই বণ্যপ্রাণীরা ক্রমশ তামাকের প্রতি আসক্ত হয়ে পড়ছে। ধূমপানের অপকারিতা নিয়ে যখন বিশ্বজোড়া প্রচার চলছে, তখন প্রকাশ্যে মানুষ ও বণ্যপ্রাণীর ধূমপানের এমন দৃশ্য নিয়ে সরকার বা বণ্যপ্রাণপ্রেমীরা কী ভাবছেন?

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here