বিদেশ
অক্সফোর্ডের কোভিড-টিকা ৯০ শতাংশ কার্যকর হতে পারে, বলল অ্যাস্ট্রাজেনেকা

খবরঅনলাইন ডেস্ক: বছরটা যত শেষের দিকে এগোচ্ছে, ততই নতুন দিশা খুলে যাচ্ছে কোভিডের (Covid 19) টিকা আবিষ্কারের ক্ষেত্রে। কিছু দিন আগেই মডার্না এবং ফাইজার জানিয়েছিল যে তাদের তৈরি করা কোভিড-টিকা ৯০ শতাংশের বেশি কার্যকর। এ বার তৃতীয় সংস্থা হিসেবে নিজেদের টিকা নিয়ে এমন দাবি করেছে অ্যাস্ট্রাজেনেকা (Astra Zeneca)।
ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হাত মিলিয়ে এই টিকা তৈরি করছে অ্যাস্ট্রাজেনেকা। তাদের দাবি, টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়ালের পর প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে এটি ৯০ শতাংশ পর্যন্ত কার্যকর। সাংঘাতিক কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যাচ্ছে না এর মধ্যে।
এর এই ৯০ শতাংশ কার্যকারিতার মধ্যে একটা ব্যাপার রয়েছে। এই টিকাটির দু’ রকম ডোজ রয়েছে। প্রাথমিক বা প্রথম ডোজটির পর বুস্টারের স্ট্যান্ডার্ড ডোজ, অর্থাৎ দু’টো ডোজ দেওয়া হলে সেটি ভাইরাসের বিরুদ্ধে ৯০ শতাংশ কাজ করছে। তবে শুধু স্ট্যান্ডার্ড ডোজটিকে প্রাথমিক ও বুস্টার হিসেবে ব্যবহার করলে তার কার্যকারিতা ৬২ শতাংশ।
সে ক্ষেত্রে অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকাটি (ChAdOx1 nCoV-2019) মানবদেহে ভাইরাসের বিরুদ্ধে গড়ে ৭০.৪ শতাংশ কার্যকরী। অক্সফোর্ড (Oxford) বিশ্ববিদ্যালয়ের একটি প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, অক্সফোর্ডের সঙ্গে হাত মিলিয়ে ১৩১ জনের উপর তৃতীয় দফা ট্রায়ালের পর এই ফল বেরিয়েছে।
অক্সফোর্ডের দাবি, এই টিকা প্রয়োগের পর কাউকে হাসপাতালে ভরতি করার প্রয়োজন হয়নি। এর সংরক্ষণও তুলনামূলক সহজ। ফাইজারের টিকাকে যেখানে মাইনাস ৭০ থেকে ৮০ ডিগ্রিতে রাখতে হবে, এ ক্ষেত্রে তেমন নয়। ২ থেকে ৪ ডিগ্রি ঠান্ডাতেই সংরক্ষণ করা যাবে অক্সফোর্ড ভ্যাকসিন। তাই এটি সঞ্চিত রেখে বণ্টন করাও তুলনামূলক ভাবে সহজ হবে বলে আশা বিশেষজ্ঞদের।
অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের ডিরেক্টর ও ভ্যাকসিন ট্রায়ালের প্রধান তদন্তকারী প্রফেসর অ্যান্ড্রু পোলার্ড বলেন, “ফলাফলই বলছে এই ভ্যাকসিনের মাধ্যমে আমরা অনেক প্রাণ বাঁচাতে পারব। ফল বলছে একটি ডোজ ৯০ শতাংশ মতো কাজ করছে। এর প্রয়োগে অনেক মানুষকে সংক্রমণ থেকে রক্ষা করা যাবে।”
এ দিকে ভারতে অক্সফোর্ডের এই টিকা প্রস্তুতের দায়িত্বে থাকা সেরাম ইন্সটিটিউটের কর্ণধার আদর পুনাওয়ালা বলেছেন, আগামী বছর ফেব্রুয়ারি থেকে এই টিকা স্বাস্থ্যকর্মী এবং বয়স্ক মানুষদের ওপরে প্রয়োগ করা হতে পারে। এপ্রিল থেকে ভারতের সাধারণ মানুষ এই টিকা পেতে পারে।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
আমেরিকার আগেই ফাইজারের কোভিড টিকায় ছাড়পত্র দিতে পারে ব্রিটেন

খবরঅনলাইন ডেস্ক: নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে (KP Sharma Oli) বহিষ্কার করল তাঁর নিজের দল নেপাল কমিউনিস্ট পার্টি (NCP)। রবিবার দলের একটি অংশের বৈঠকের পর ওই ঘোষণা করা হয়েছে। এর আগে দলের চেয়ারম্যানের পদ থেকে সরানো হয়েছিল ওলিকে। এ বার গেল সদস্যপদও। ফলে আরও গভীর সঙ্কটে পড়লেন ওলি।
এর ফলে, বিরোধী শিবিরের হুমকিই শেষ পর্যন্ত সত্যি হল। এনসিপি-র ওলি বিরোধী শিবিরের মুখপাত্র নারায়ণ কাজি শ্রেষ্ঠ রবিবার বলেন, ‘‘তাঁর (কেপি শর্মা ওলি) সদস্যপদ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।’’ শুক্রবারই ওলির সদস্যপদ খারিজ করার হুমকি দিয়েছিল তাঁর বিরোধী শিবির।
গত বছর ২০ ডিসেম্বর সংসদ ভেঙে দিয়ে আগামী এপ্রিল এবং মে-তে ভোটের আহ্বান জানিয়েছেন ওলি। তা নিয়ে ক্ষিপ্ত দলে তাঁর বিরোধী শিবির। ফাটল এতটাই চওড়া হয় যে ওলির বিরুদ্ধে প্রতিবাদে পথে নামে বিরোধী শিবির। আন্দোলনের অন্যতম নেতা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকুমার দহাল ওরফে প্রচণ্ড।
দলের একের পর এক পদক্ষেপে এখন চাপে ওলি। তবে তিনি ভুল শুধরে নিলেও তাঁর সঙ্গে সমঝোতার কোনো জায়গা নেই বলে আগেই জানিয়ে দিয়েছেন এনসিপি-র ওলি-বিরোধী শিবিরের আরও এক নেতা মাধব কুমার।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
দেশের বিভিন্ন প্রান্তে থেকেই দেওয়া যাবে ভোট, ‘রিমোট ভোটিং’-এর পরিকল্পনা নির্বাচন কমিশনের
বিদেশ
করোনার টিকাকে হনুমানের বিশল্যকরণীর সঙ্গে তুলনা করে মোদীকে ধন্যবাদ দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট
বোলসোনারোর এই টুইটটি রিটুইট করে পাল্টা বার্তায় মোদীর মন্তব্য, “প্রেসিডেন্ট জাইর বোলসোনারো, কোভিড-১৯ অতিমারির বিরুদ্ধে যৌথ লড়াইয়ে নির্ভরযোগ্য সহযোগী হিসেবে ব্রাজিলকে পাশে পেয়ে আমরাও গর্বিত।”

খবরঅনলাইন ডেস্ক: করোনার টিকাকে হনুমানের বিশল্যকরণীর সঙ্গে তুলনা করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো (Jair Bolsonaro)। এই টিকা সরবরাহের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) ধন্যবাদও জানালেন তিনি।
টিকা পাওয়ায় ভারতকে ধন্যবাদসুলভ যে পোস্টটা তিনি করেছেন, তার সঙ্গে রামায়ণের লঙ্কাপর্বে হনুমানের তুলে আনা বিশ্যলকরণী সঞ্জীবনী-সহ গন্ধমাদন পর্বতের ছবিও রয়েছে।
লসোনারো তাঁর টুইটারে পর্তুগিজ ভাষায় লেখেন, “নমস্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বজুড়ে ছড়িয়া পড়া প্রতিকূলতার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের মতো অসাধারণ বন্ধুকে পাশে পেয়ে ব্রাজিল গর্ব অনুভব করছে। টিকা পাঠিয়ে আমাদের সহায়তা করার জন্য ধন্যবাদ।”
বোলসোনারোর এই টুইটটি রিটুইট করে পাল্টা বার্তায় মোদীর মন্তব্য, “প্রেসিডেন্ট জাইর বোলসোনারো, কোভিড-১৯ অতিমারির বিরুদ্ধে যৌথ লড়াইয়ে নির্ভরযোগ্য সহযোগী হিসেবে ব্রাজিলকে পাশে পেয়ে আমরাও গর্বিত।”
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি পুণের সেরাম ইনস্টিটিইউট অফ ইন্ডিয়া-র কারখানায় তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড দ্রুত ব্রাজিলে পাঠানোর জন্য মোদীকে চিঠি লিখেছিলেন বোলসোনারো। এর পর শুক্রবার সেরামের তৈরি টিকার ২০ লক্ষ ডোজ বিমানে ব্রাজিলে পাঠানো হয়। তার পরেই মোদীকে সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানান ব্রাজিলের প্রেসিডেন্ট।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন
বিদেশ
ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে টিকা সরবরাহ কমাল ফাইজার, শুরু বিতর্ক
টিকা নেওয়ার পর বেশ কিছু সমস্যার ঘটনা উঠে আসায় কিছুটা চাপে পড়েছে আমেরিকার এই সংস্থাটি।

খবরঅনলাইন ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের (European Union) দেশগুলোতে আচমকাই টিকা সরবরাহের মাত্রা কমিয়ে দিল ফাইজার (Pfizer)। গত কয়েকদিন ধরেই এই টিকার প্রভাব নিয়ে বিভিন্ন দেশে বিতর্ক শুরু হয়েছিল। তার ঠিক পরেই ফাইজারের এমন সিদ্ধান্ত বিতর্ক কয়েকগুণ বাড়িয়ে দিল।
সূত্রের খবর, রোমানিয়াকে যত টিকা দেওয়ার কথা ছিল, তার পঞ্চাশ শতাংশ পাঠাবে ফাইজার। পরে তা ধীরে ধীরে বাড়ানো হবে। তবে সরবরাহে স্বাভাবিক অবস্থা ফিরতে মার্চ গড়িয়ে যাবে বলে সংবাদ সংস্থা রয়াটার্সকে জানিয়েছেন রোমানিয়ার স্বাস্থ্যমন্ত্রী আন্দ্রেই বাসিউ।
পোল্যান্ডেও যে পরিমাণ টিকা সরবরাহের কথা ছিল ফাইজারের, তা প্রায় অর্ধেক করে দেওয়া হয়েছে। অন্য দিকে, চেক প্রজাতন্ত্রের সরকার জানিয়েছে, এই সপ্তাহে ফাইজার তাদের টিকার সরবরাহ ১৫ শতাংশ কমিয়ে দিয়েছে। এবং আগামী সপ্তাহে আরও ৩০ শতাংশ কমবে বলে আশঙ্কা প্রকাশ করেছে চেক প্রশাসন।
নরওয়ে, ডেনমার্কেও সরবরাহ কমেছে। উল্লেখ্য, কিছুদিন আগেই নরওয়ে সরকার জানিয়েছিল যে টিকা নেওয়ার পর কোমর্বিডিটি থাকা ২৩ জনের মৃত্যু হয়েছে।
কিন্তু কেন এ ভাবে আচমকা টিকার সরবরাহ বন্ধ করল তারা, তা নিয়ে মুখে কুলুপ এঁটেছে ফাইজার। যদিও বিশেষজ্ঞদের ধারণা, ফাইজারের টিকা নেওয়ার পর বেশ কিছু সমস্যার ঘটনা উঠে আসায় কিছুটা চাপে পড়েছে আমেরিকার এই সংস্থাটি। ফলে টিকা সরবরাহে রাশ টানার চেষ্টা করছে তারা।
টিকা সররবাহ হঠাৎ করে কমিয়ে দেওয়ায় যথেষ্ট সমস্যায় পড়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি। ইতালি আবার ফাইজারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছে।
খবরঅনলাইনে আরও পড়ুন
শীত জোরালো হল দক্ষিণবঙ্গে, সোমবার থেকে সামান্য বাড়লেও ফেব্রুয়ারিতে ফের কমবে তাপমাত্রা
-
হাওড়া3 days ago
বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল
-
বিনোদন3 days ago
বাজেটের আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষের, সঙ্গে সানি দেওল
-
প্রবন্ধ2 days ago
‘কয়েকটা টাকার বিনিময়ে নেতাজির স্মৃতি ধুলোয় মিশিয়ে দেব?’, বলেছিলেন পদমবাহাদুর
-
বাংলাদেশ3 days ago
টাঙ্গাইলে জেলাশাসকের মানবিক উদ্যোগ, শীতবস্ত্র ও কম্বল বিতরণ