কাশ্মীর ইস্যুতে ঘি ঢাললেন ভারতে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার আবদুল বসিত। আজ, রবিবার সে দেশের স্বাধীনতা দিবস। দিল্লিতে পতাকা উত্তোলন অনুষ্ঠানে বসিত বলেন, এবারের স্বাধীনতা দিবসটিকে তাঁরা কাশ্মীরের ‘স্বাধীনতা’-র প্রতি উৎসর্গ করছেন।
গত সপ্তাহে কাশ্মীর ইস্যুতে বিদেশ সচিব পর্যায়ে বৈঠক চেয়ে প্রস্তাব দেয় পাকিস্তান। কিন্তু ভারতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় ভারত-পাক বৈঠকে কাশ্মীর ইস্যু অপ্রাসঙ্গিক। পাকিস্তানের কাছে দাবি জানানো হয় সীমান্ত পার সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করলে তবেই আলোচনা হতে পারে।
বসিত আরও বলেন, ‘ কাশ্মীরে চলতে থাকা অচলাবস্থার শেষ হওয়া দরকার। আত্ম-নিয়ন্ত্রণের অধিকার না পাওয়া পর্যন্ত জম্মু ও কাশ্মীরকে রাজনৈতিক এবং কূটনৈতিক সব রকম সাহায্য করা হবে।’
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।