বালুচিস্তানে পাকিস্তান রেলওয়ের যাত্রীবাহী ট্রেন জাফর এক্সপ্রেস হাইজ্যাকের দায় স্বীকার করল বালুচ লিবারেশন আর্মি (বিএলএ)। মঙ্গলবার সংগঠনটি দাবি করেছে, তারা ট্রেনটি দখল করে একশোর বেশি যাত্রীকে পণবন্দি করেছে এবং অভিযানের সময় ছয়জন সেনা জওয়ানকে হত্যা করেছে।
বিএলএ মুখপাত্র জানিয়েছেন, মাজিদ ব্রিগেড ফাতেহ স্কোয়াড ও এসটিওএস বাহিনী এই অভিযানে অংশ নিয়েছে। কোয়েটা থেকে পেশোয়ারগামী ট্রেনটি যখন মাশকাফ, ধাদার, বোলান এলাকায় পৌঁছায়, তখনই বিস্ফোরণের মাধ্যমে রেললাইন উড়িয়ে সেটিকে থামিয়ে দেওয়া হয়। এরপর দ্রুত ট্রেনের নিয়ন্ত্রণ নেয় বিএলএ যোদ্ধারা।
এক বিবৃতিতে বিএলএ কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, “যদি পাকিস্তানি বাহিনী আমাদের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান চালায়, তাহলে সমস্ত বন্দিকে হত্যা করা হবে এবং তার সম্পূর্ণ দায় থাকবে দখলদার বাহিনীর উপর।”
বিএলএ আরও দাবি করেছে, তারা নারী, শিশু এবং বালুচ যাত্রীদের ছেড়ে দিয়েছে। বর্তমানে যাঁরা বন্দি রয়েছেন, তাঁরা সবাই পাকিস্তানি সেনা ও নিরাপত্তা সংস্থার সদস্য।
তবে পাকিস্তানের বালুচিস্তান প্রশাসন কিংবা রেলওয়ে কর্তৃপক্ষ এখনো হতাহতের সংখ্যা এবং বন্দিদের অবস্থা সম্পর্কে নিশ্চিত ভাবে কিছু জানায়নি।
এই ঘটনার পর প্রাদেশিক সরকার জরুরি ব্যবস্থা নিয়ে সমস্ত নিরাপত্তা সংস্থাকে পরিস্থিতি সামলাতে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সরকারি মুখপাত্র শাহিদ রিনদ। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন, ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী পৌঁছেছে।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রেনটিকে লক্ষ্য করে প্রথম গুলিবৃষ্টি করা হয়। এর পর হাইজ্যাক করা হয় ট্রেনটিকে।