Homeখবরবিদেশপাকিস্তানে ট্রেন হাইজ্যাক, ১০৪ জন যাত্রী মুক্ত, নিহত ১৬ বিদ্রোহী

পাকিস্তানে ট্রেন হাইজ্যাক, ১০৪ জন যাত্রী মুক্ত, নিহত ১৬ বিদ্রোহী

প্রকাশিত

পাকিস্তানের বালোচিস্তানে জাফর এক্সপ্রেস ট্রেন হাইজ্যাকের ঘটনায় সেনার অভিযানে মুক্ত করা হয়েছে ১০৪ জন যাত্রীকে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গুলির লড়াইয়ে অন্তত ১৬ বিদ্রোহী নিহত হয়েছে। তবে এখনো বেশ কিছু যাত্রীকে পাহাড়ের দিকে নিয়ে গেছে বিদ্রোহীরা, তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে।

জানা গেছে, কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস একটি টানেলের মধ্যে ঢোকার পরই সশস্ত্র বিদ্রোহীরা ট্রেনটি থামিয়ে আক্রমণ চালায়। বিস্ফোরণের মাধ্যমে লাইন উড়িয়ে দেওয়া হয়, যাতে ট্রেনটি দাঁড়িয়ে যেতে বাধ্য হয়। হামলাকারীরা ট্রেনের চালককে হত্যা করে এবং যাত্রীদের জিম্মি করে। ট্রেনে মোট ৯টি বগিতে ৪০০-র বেশি যাত্রী ছিলেন।

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দ্রুত অভিযান শুরু করে। গুলির লড়াইয়ের পর ১০৪ জন যাত্রীকে উদ্ধার করা হয়, যাঁদের মধ্যে ৫৮ জন পুরুষ, ৩১ জন নারী এবং ১৫ জন শিশু রয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য ম্যাক শহরে একটি অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছে।

তবে কিছু বন্দিকে পাহাড়ের দিকে নিয়ে গেছে বিদ্রোহীরা এবং সেনাবাহিনী তাঁদের পিছু ধাওয়া করছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিদ্রোহীরা ছোট ছোট দলে ভাগ হয়ে অন্ধকারের সুযোগ নিয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু সামরিক বাহিনী টানেল ঘিরে রেখেছে।

এই হামলার দায় স্বীকার করেছে বালোচ লিবারেশন আর্মি (BLA)। সংগঠনটি জানিয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে বালোচ রাজনৈতিক বন্দি ও নিখোঁজদের মুক্তি না দিলে তারা ট্রেনটি সম্পূর্ণ ধ্বংস করে দেবে এবং ১০ জন যাত্রীকে হত্যা করবে।

এদিকে, পেশোয়ার ও কোয়েটা রেলস্টেশনে জরুরি তথ্য সহায়তা কেন্দ্র খোলা হয়েছে, যাতে আটক যাত্রীদের পরিবার দ্রুত তথ্য পেতে পারেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই হামলার তীব্র নিন্দা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি জানিয়েছেন, “দেশকে অস্থির করতে শত্রুপক্ষ ষড়যন্ত্র করছে, বালোচিস্তানে সন্ত্রাস ছড়াচ্ছে।”

উল্লেখ্য, বালোচিস্তানে গত কয়েক মাস ধরেই সংঘর্ষ বৃদ্ধি পেয়েছে। রাজ্যে বিদ্রোহীদের হামলা, সামরিক অভিযানের নামে সাধারণ মানুষের নিখোঁজ হয়ে যাওয়া এবং আত্মঘাতী হামলার মতো ঘটনা ঘটছে। গত নভেম্বরেই কোয়েটা রেলস্টেশনে আত্মঘাতী বিস্ফোরণে ২৬ জন নিহত এবং ৬২ জন আহত হয়েছিলেন।

সাম্প্রতিকতম

রাতে দুধ খাচ্ছেন? ওজন কমবে নয়, উল্টে বাড়বে!

রাতে শোওয়ার আগে দুধ খেলে ওজন কমার বদলে বেড়ে যেতে পারে! ল্যাকটোজ প্রোটিন, লিভারের ডিটক্সিফিকেশন ব্যাহত হওয়া এবং হজমের সমস্যার কারণে বিশেষজ্ঞরা রাতে দুধ খেতে নিষেধ করছেন।

ইলন মাস্কের ‘গ্রক’ ভারতে বিতর্কের ঝড় তুলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা কি সত্যিই নিরপেক্ষ?

ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট 'গ্রক' ভারতে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। রাজনৈতিক প্রসঙ্গ ও অকপট উত্তরের কারণে এটি প্রশ্নের মুখে। এআই কি সত্যিই নিরপেক্ষ?

সুস্বাদু ও স্বাস্থ্যকর! দুশ্চিন্তা, খাই খাই ভাব কমায় পেস্তাবাদাম

পেস্তাবাদাম শুধু সুস্বাদু নয়, বরং স্বাস্থ্যকরও! এটি হার্টের বন্ধু, ক্যানসার প্রতিরোধে সহায়ক ও রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখে। জেনে নিন পেস্তার অসাধারণ উপকারিতা।

হাওড়ার বেলগাছিয়ায় ধস: পাইপলাইন সংস্কার নাকি ভাগাড়ের মিথেন গ্যাস? কী বলছেন বিশেষজ্ঞরা?

হাওড়ার বেলগাছিয়ায় ধসের কারণ কী? পাইপলাইন সংস্কারের গাফিলতি নাকি ভাগাড়ে জমে থাকা মিথেন গ্যাস? বিশেষজ্ঞদের মতামত ও রাজনৈতিক তরজায় তোলপাড় হাওড়া।

আরও পড়ুন

যুদ্ধের মধ্যেও সুখী দেশের তালিকায় অনেক এগিয়ে ইজরায়েল, কোন স্থানে ভারত? পাকিস্তান-বাংলাদেশ কোথায়?

সুখ যেন অধরাই থাকছে ভারতীয়দের কাছে। বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৫’। বিশ্বের...

গুগল সার্চ করে অনুপ্রবেশের পরিকল্পনা, রাজস্থানে বিএসএফের হাতে ধরা পড়লেন পাকিস্তানি মহিলা

গুগল সার্চ করে ভারতের সীমান্ত পার হওয়ার পরিকল্পনা করেছিলেন এক পাকিস্তানি মহিলা। রাজস্থানের শ্রীগঙ্গানগরে তাকে আটক করল বিএসএফ। চলছে তদন্ত।

ফোনে ট্রাম্প-পুতিন আলোচনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৩০ দিনের বিরতিতে সম্মতি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৩০ দিনের সীমিত যুদ্ধবিরতিতে সম্মত হলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। আলোচনায় ব্ল্যাক সি নৌবাহিনী অপারেশন এবং যুদ্ধের স্থায়ী সমাপ্তির বিষয়ে দৃষ্টিপাত করা হয়েছে।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে