pakistani antihatechallenge
এই প্রচার শুরু করেন পাক সাংবাদিক সেহির মির্জা

ওয়েবডেস্ক: উদ্যোগটা নিয়েছিলেন পাকিস্তানি সাংবাদিক সেহির মির্জা। ‘আমি পাকিস্তানি এবং আমি পুলওয়ামা হামলার নিন্দা করি,’ এই পোস্টার ধরে, ফেসবুকে ছবি দিয়েছিলেন তিনি।

তাঁকে দেখে আরও বেশ কিছু পাকিস্তানি নাগরিক ফেসবুকে ছবি পোস্ট করে জানিয়ে দিলেন, এই কঠিন সময়ে ভারতীয় বন্ধুদের পাশে রয়েছেন তাঁরা।

ঘৃণাকে জয় করে এগিয়ে যেতে হবে সেই বার্তাও দেওয়া হয়েছে।

আরও পড়ুন বিজেপি নেতাদের জুতো খোলাতে বাধ্য করল নিহত জওয়ানের ক্ষুব্ধ পরিবার, দেখুন ভিডিও

ভারত এবং পাকিস্তানের মধ্যে শান্তি স্থাপনের জন্য ফেসবুকে একটি গ্রুপ রয়েছে, ‘অমন কি আশা।’ সেই গ্রুপেই মির্জা পোস্ট করেন, “এই কঠিন সময়ে যুদ্ধ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের আওয়াজ আরও জোরালো করতে হবে।”

এই প্রসঙ্গে #antihatechallenge নামে একটি প্রচারও শুরু করেছেন মির্জা।

এর পরেই আরও বেশ কিছু পাকিস্তানি নিজেদের ছবি দিয়ে ফেসবুকে পোস্ট করে জানিয়ে দেন তাঁরা পুলওয়ামা হামলার কড়া নিন্দা করছেন।

দেখে নিন এমনই ছবি

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here