রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলার ভারত-পাকিস্তান সীমান্তে অনুপ্রবেশের চেষ্টাকালে ৩০ বছরের এক পাকিস্তানি মহিলাকে আটক করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)। রবিবার রাতে বিজেতা সীমান্ত পোস্টের কাছে তাকে আটক করা হয়। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—তিনি গুগল সার্চ করে ভারতে প্রবেশের পরিকল্পনা করেছিলেন!
গুগল সার্চে ভারতীয় মহিলাদের জীবনযাত্রা খোঁজ
বিএসএফ ও গোয়েন্দা সংস্থাগুলোর তদন্তে জানা গেছে, আটক হওয়া মহিলার নাম আমাইরা, এবং তিনি পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের দাঘরি খান গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, গৃহহিংসার শিকার হয়ে দেশ ছেড়েছেন।
কিন্তু তার মোবাইল ফোনের সার্চ হিস্ট্রি পরীক্ষা করে দেখা যায়, তিনি গুগলে ভারতীয় মহিলাদের জীবনযাত্রা এবং সীমান্ত পার হওয়ার উপায় সম্পর্কে তথ্য খুঁজছিলেন। এরপর গুগল ম্যাপ ব্যবহার করে তিনি সীমান্তের কাছাকাছি চলে আসেন।
সীমান্তে ধরা পড়লেন, তদন্ত চলছে
শ্রীগঙ্গানগরের পুলিশ সুপার গৌরব যাদব জানিয়েছেন, বিজেতা সীমান্ত পোস্টের কাছে অনুপ্রবেশের চেষ্টার সময় বিএসএফ তাকে ধরে ফেলে। প্রথমে তাকে বিএসএফ হেফাজতে রাখা হয়, পরে আনুপগড় থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
প্রাথমিক তদন্তে এখনো কোনো গুপ্তচরবৃত্তির প্রমাণ মেলেনি, তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় গোয়েন্দা সংস্থাগুলি তাকে গভীরভাবে জিজ্ঞাসাবাদ করছে। পাশাপাশি, মানসিক স্বাস্থ্য পরীক্ষারও পরিকল্পনা করা হচ্ছে।
ভিডিয়ো: পাকিস্তানের মাটিতেই একের পর এক জঙ্গি খুন! নেপথ্যে রহস্য কী?