ইসলামাবাদ: পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফকে মৃত্যুদণ্ড দিল সে দেশের বিশেষ আদালত। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সাজা দেওয়া হয়েছে।
২০১৩ সালে মুশারফের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিল তৎকালীন নওয়াজ শরিফ সরকার। সেই মামলার শুনানিই এত দিন ধরে চলছিল। শুনানি শেষে মঙ্গলবার এই সাজা ঘোষণা করে আদালত।
২০০৭-এর ৩ নভেম্বর পাকিস্তানে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট মুশারফ। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছিল।
উল্লেখ্য, ৭৬ বছর বয়সি মুশারাফ এখন দুবাইতে থাকেন। আদালত বারবার তাঁকে সমন করলেও কিন্তু পাকিস্তানে ফেরেননি। বাধ্য হয়ে মুশারফকে পলাতক ঘোষণা করে আদালত।
উল্লেখ্য, মুশারফের রাজত্বকালে ভারতের সঙ্গে সম্পর্কে প্রথমে চরম অবনতি হয়ে আবার দুর্দান্ত ভাবে উন্নতি করেছিল।
মুশারফ পাকিস্তানের সেনাপ্রধান থাকাকালীনই কার্গিল যুদ্ধ হয়েছিল। আবার তিনি পুরোপুরি প্রেসিডেন্টের মসনদ দখল করার পর ধীরে ধীরে উন্নতি হতে শুরু করে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক।
২০০৮-এর মুম্বই হামলা পর্যন্ত ভারতের সঙ্গে পাকিস্তানের সুসম্পর্কের অনেকটাই কৃতিত্ব রয়েছে এই পারভেজ মুশারফেরই।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।