বিদেশ
৮৩ যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান, সবার মৃত্যুর আশঙ্কা

ওয়েবডেস্ক: ৮৩ জন যাত্রী নিয়ে আফগানিস্তানে ভেঙে পড়ল একটি বিমান। ঘটনায় হতাহতের সংখ্যার ব্যাপারে নিশ্চিত করে কিছু না জানা গেলেও সবারই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী এই ভয়াবহ বিমান দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব আফগানিস্তানের গজনি প্রদেশে। দুর্ঘটনাগ্রস্থ হয়েছে আফগানিস্তানের বিমানসংস্থা দ্য আরিয়ানা আফগানের বোয়িং ৭৩৭-৪০০ বিমান।
আরও পড়ুন পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ সিএএ বিরোধী প্রস্তাব
ওই সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বিমানে ৮৩ জন যাত্রী ছিলেন। বিমানটি তালিবান অধ্যুষিত একটি অঞ্চলে ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে।
ভেঙে পড়ার পরেই বিমানটিতে আগুন লেগে যায় বলে জানা গিয়েছে। ফলে বিমানের ধ্বংসস্তূপ থেকে কাউকে জীবিত উদ্ধার করার সম্ভাবনা কমছে বলেই মনে করা হচ্ছে। আফগানিস্তানের স্পেশ্যাল ফোর্সের কর্মীরা ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন।
বিদেশ
অবিশ্বাস্য! ‘মানুষের মুখ’ নিয়ে জন্ম নিল হাঙরের বাচ্চা
আশ্চর্যজনক এমনই একটি হাঙর বাচ্চার হদিশ মিলেছে, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না।

ওয়েবডেস্ক: সমুদ্রের মধ্যে ‘মানুষের মুখ’ওলা হাঙরের ছবি আপনার কাছে অবিশ্বাস্য ঠেকতেই পারে। কিন্তু আশ্চর্যজনক এবং অবাক করা এমনই একটি হাঙর বাচ্চার হদিশ মিলেছে। রূপান্তরের ফলেই এমনটা সম্ভব হয়েছে বলে ধারণা করছে ওয়াকিবহাল মহল।
কোথায় পাওয়া গেল?

ইন্দোনেশিয়ার সমুদ্র উপকূলে এক মৎস্যজীবী যখন প্রথম এই ‘মানুষের চেহারা’যুক্ত হাঙরের বাচ্চাটাকে দেখলেন, তখন তিনি হতবাক হয়ে গিয়েছিলেন।
পূর্ব নুসা টেংগারা প্রদেশের রোট এনডাওয়ের কাছে আবদুল্লাহ নুরেন (৪৮) নামে এক ব্যক্তি ওই মিউট্যান্ট বাচ্চা হাঙরটিকে ধরেছিলেন।
তাঁর অজান্তেই একটি প্রাপ্তবয়স্ক হাঙর ধরা পড়ে ট্রলারের জালে। তবে সেটাকে যখন তিনি কাটলেন, দেখেন পেটের ভিতরে তিনটি বাচ্চা হাঙর রয়েছে।
একটির মুখ মানুষের মতো

ওই তিনটি বাচ্চার মধ্যে একটির চেহারা একে বারেই আলাদা। সেটার সঙ্গে মানুষের চেহারার অনেক মিল রয়েছে। দু’টি বৃহৎ গোলাকার চোখও রয়েছে সেটির। নুরেন বলেন, “দু’টো ছিল মায়ের মতো এবং একটার মুখ অনেকটাই মানুষের মতো”।
নুরেন ওই বাচ্চা হাঙ্গরটিকে তাঁর বাড়িতে নিয়ে যান। এর পর সেটার সংরক্ষণে করেন। তিনি বলেন, প্রতিবেশীরা তাঁর কাছ থেকে ওই হাঙর বাচ্চাটাকে কেনার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তিনি রাজি হননি।
ডেইলি মেল-এর কাছে নুরেন বলেন, “ওই হাঙর বাচ্চাটিকে দেখতে আমার বাড়িতে মানুষের ভিড় উপছে পড়ছিল। অনেকেই বলেছিল, তাঁরা এটাকে কিনতে চান। কিন্তু আমি মনে করছি, এটা আমার কাছে সৌভাগ্যের প্রতীক”।
আরও পড়তে পারেন: এক দিন এখন ২৪ ঘণ্টার থেকেও কম, কারণটা জেনে নিন এখানে
ফুটবল
গাড়ি দুর্ঘটনায় মারাত্মক জখম কিংবদন্তি টাইগার উডস, হয়েছে অস্ত্রোপচার
২০১৭ সালের মে মাসে গাড়ির ভেতরেই ঘুমিয়ে পড়ার ফলে গ্রেফতার করা হয়েছিল এই কিংবদন্তিকে।

খবরঅনলাইন ডেস্ক: গাড়ি দুর্ঘটনায় মারাত্মক ভাবে জখম হলেন কিংবদন্তি গল্ফার টাইগার উডস (Tiger Woods)। জানা গিয়েছে তাঁর দুই পায়ে বড়ো রকমের চোট রয়েছে। ইতিমধ্যে জখমের স্থানে অস্ত্রোপচারও হয়েছে। তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল হলেও পুলিশের তরফে বলা হয়েছে, উডস “খুব ভাগ্যবান” যে তিনি জীবিত রয়েছেন।
লোস আঞ্জেলেসের স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টা ১২ মিনিটে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে লোস আঞ্জেলেস কাউন্টি শেরিফের দফতর। রোলিং হিলস এস্টেট সীমান্তে উডসের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।
ব্ল্যাকহর্স রোডের হাউথর্ন বুলেভার্ড দিয়ে উত্তর দিকে যাচ্ছিল উডসের গাড়ি। তখনই গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। উডস নিজেই গাড়ি চালাচ্ছিলেন। উডসের এজেন্ট মার্ক স্টেনবার্গ এই খবর জানিয়েছেন। লোস আঞ্জেলেস কাউন্টি ফায়ারফাইটার্স এবং প্যারামেডিকস জানিয়েছে, তারা ‘জস অফ লাইফ’’ পদ্ধতির সাহায্যে গাড়িটির ভেতর থেকে উডসকে উদ্ধার করেন।
তবে উডস কোনো রকম নেশার ঘোরে ছিলেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন লোস আঞ্জেলেস কাউন্টির ডেপুটি শেরিফ কার্লোস গোঞ্জালেস। ঘটনাস্থলে অন্য কোনো গাড়িও ছিল না বলে জানা গিয়েছে।
এর আগে একাধিক বার বিতর্কে জড়িয়েছেন উডস। ২০০৯ সালে উডসের গাড়ি একটি গাছে ধাক্কা মারে। এর ঠিক পরেই উডসের বিরুদ্ধে তাঁর স্ত্রী চাঞ্চল্যকর সব অভিযোগ করেন। স্ত্রীয়ের সঙ্গে পরবর্তীকালে ডিভোর্সও হয়ে যায় উডসের।
এর পর, ২০১৭ সালের মে মাসে গাড়ির ভেতরেই ঘুমিয়ে পড়ার ফলে গ্রেফতার করা হয়েছিল এই কিংবদন্তিকে।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
কোভিডে আমেরিকায় মৃত পাঁচ লক্ষ, আগামী পাঁচ দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ জো বাইডেনের
বিদেশ
কোভিডে আমেরিকায় মৃত পাঁচ লক্ষ, আগামী পাঁচ দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ জো বাইডেনের

খবরঅনলাইন ডেস্ক: কোভিডের (Covid 19) কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৫ লক্ষের গণ্ডি পেরিয়ে গেল। এই মাইলফলককে ‘ভয়াবহ’ এবং ‘হৃদয়বিদারক’ আখ্যা দিয়ে আগামী পাঁচ দিন দেশের সব সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখার নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বিশ্বে কোভিডে সব থেকে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে আমেরিকাতেই। এই প্রসঙ্গেই সোমবার হোয়াইট হাউসে দেওয়া এক বিবৃতিতে বাইডেন বলেছেন, “জাতি হিসাবে আমরা এই নিষ্ঠুর ভাগ্যকে মেনে নিতে পারি না। অতিমারির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করছি আমরা।”
কোভিডে এই বিপুল সংখ্যক মৃতের প্রতি শ্রদ্ধা জানাতে মোমবাতি জ্বালানো হয় হোয়াইট হাউসে। বাইডেনের এই বক্তব্যের পরই পর প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট এবং সেখানে উপস্থিত অন্যান্য কর্তাব্যক্তিরা নীরবতাও পালন করেন।
কোভিডে প্রাণহানির সংখ্যা কতটা বেশি বোঝাতে বিশ্বযুদ্ধের তুলনাও টেনেছেন বাইডেন। বলেছেন, ‘‘প্রথম, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ভিয়েতনাম যুদ্ধে মিলিতভাবে মৃত্যুর সংখ্যাকে ছাপিয়ে দিয়েছে এই অতিমারি।’’
পাশাপাশি কোভিডের বিরুদ্ধে লড়াই যে এখনও শেষ হয়নি সে কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। সাধারণ মানুষকে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং টিকা নেওয়ার জন্য অনুরোধ করেছেন।
কোভিডে মোট আক্রান্ত এবং মোট মৃত্যুর নিরিখে বিশ্বের সব দেশকে পিছনে ফেলেছে আমেরিকা। এখনও অবধি সে দেশে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৮১ লক্ষেরও বেশি মানুষ। সেখানে দ্বিতীয় স্থানে থাকা ভারতে মোট আক্রান্ত ১ কোটি ১০ লক্ষ। তবে আমেরিকায় মৃত্যু হয়েছে ভারতের তিন গুণেরও বেশি মানুষের।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
এক সপ্তাহ পর বড়ো রকমের পতন দেশের দৈনিক সংক্রমণে, কমল সক্রিয় রোগীর সংখ্যাও
-
প্রযুক্তি13 hours ago
রান্নার গ্যাসের ভরতুকির টাকা অ্যাকাউন্টে ঢুকেছে কি না, কী ভাবে দেখবেন
-
প্রযুক্তি2 days ago
এ ভাবেই তৈরি করুন সদ্যোজাত শিশুর আধার কার্ড, জানুন কী কী লাগবে
-
বিনোদন3 days ago
পর্ন ‘লাইভ স্ট্রিমিং’ থেকে আয় কোটি টাকা, অ্যাপের মাধ্যমে চিত্রনাট্য-সহ পরিবেশিত হচ্ছে অশ্লীলতা
-
দেশ2 days ago
প্রতিষ্ঠান-বিরোধিতার হাওয়া নেই, কেরলে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে এখনও জনপ্রিয় পিনারাই বিজয়ন