প্রায় ৪৪ বছর পরে পোল্যান্ডে পা রাখলেন ভারতের কোনও প্রধানমন্ত্রী। সর্বশেষ ১৯৭৯ সালে প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের পর এই প্রথমবারের মতো পোল্যান্ড সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরের ফলে ভারত ও পোল্যান্ডের মধ্যে কূটনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী পোল্যান্ডে প্রবাসী ভারতীয়দের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে হাস্যরস করে বলেন, “এই প্রথমবারের সফর দেশের অন্যতম প্রধান শিরোনামে পরিণত হয়েছে।” তার সাম্প্রতিক অস্ট্রিয়া সফরও প্রায় চার দশকের মধ্যে প্রথমবার।
প্রধানমন্ত্রী মোদী এই ধারাবাহিক প্রথম সফরগুলির গুরুত্ব তুলে ধরে বলেন, “দীর্ঘদিন ধরে ভারতের নীতি ছিল সমস্ত দেশ থেকে দূরত্ব বজায় রাখা। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। আজকের ভারতের নীতি হলো সমস্ত দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা। আজকের ভারত সকলের সঙ্গে যুক্ত হতে চায়।”
পোল্যান্ড সফরের সময়, প্রধানমন্ত্রী মোদী উল্লেখ করেন যে তার সাম্প্রতিক বিদেশ সফরগুলি বিশ্বব্যাপী ভারতের ভূমিকা এবং বন্ধুত্বের গুরুত্বকে বাড়িয়ে তুলেছে। রাশিয়া-ইউক্রেন সংঘাত এবং ইসরায়েল-হামাস যুদ্ধে মধ্যস্থতা করার প্রচেষ্টার মাধ্যমে ভারতের বিশ্ব বন্ধু হিসেবে পরিচিতির কথা বলেন প্রধানমন্ত্রী মোদী।
ভারত এবং পোল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বর্তমানে ৬ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। ভারতীয় বিনিয়োগ প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার এবং পোলিশ বিনিয়োগ প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার। পোল্যান্ড এখন মধ্য ও পূর্ব ইউরোপের মধ্যে ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হিসেবে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী মোদীর এই সফর পোল্যান্ডের সঙ্গে ভারতের অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও জোরদার করবে বলে মনে করা হচ্ছে।