বিদেশ
প্রধানমন্ত্রীর লাদাখ সফরের কয়েক ঘণ্টার মধ্যেই চিনের প্রতিক্রিয়া
কয়েক ঘণ্টার মধ্যেই সীমান্ত উত্তেজনা নিয়ে প্রতিক্রিয়া জানাল চিন

ওয়েবডেস্ক: ভারত-চিন সীমান্ত উত্তেজনার মধ্যেই শুক্রবার লাদাখ সফর করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এর কয়েক ঘণ্টার মধ্যেই সীমান্ত উত্তেজনা নিয়ে প্রতিক্রিয়া জানাল চিন।
চিনের বিদেশমন্ত্রক জানায়, “উত্তেজনা কমানোর জন্য” ভারতের সঙ্গে আলোচনা চলছে। একই সঙ্গে বলা হয়েছে, পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে এমন কোনো পদক্ষেপ উভয় পক্ষের তরফেই নেওয়া উচিত নয়।
ভারতের প্রধানমন্ত্রীর লাদাখ সফরের কয়েক ঘণ্টার মধ্যেই চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ন বলেন, “ভারত ও চিন সামরিক ও কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে উত্তেজনা হ্রাস করার বিষয়ে যোগাযোগ এবং আলোচনা চালাচ্ছে। এই মুহূর্তে পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে এমন কোনো পদক্ষেপে কোনো পক্ষেরই জড়ানো উচিত নয়”।
চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত (Bipin Rawat) এবং সেনাপ্রধান এমএম নরবনেকে (MM Narvane) সঙ্গে নিয়ে শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ লেহ-তে পৌঁছোন প্রধানমন্ত্রী। ১১ হাজার ফুট উঁচুতে অবস্থিত নিমু চেকপোস্টে হাজির হন তাঁরা। সেখানে স্থল, জল ও বায়ুসেনার জওয়ানদের মনোবল বাড়াতে তাঁদের সঙ্গে আলোচনায় অংশ নেন। ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP) আধিকারিকরাও সেখানে উপস্থিত ছিলেন।
সফরের নেপথ্যে
গত কয়েক মাস ধারেই পূর্ব লাদাখের একাধিক অঞ্চলে ভারত-চিন সেনার বিচ্ছিন্ন সংঘর্ষ লেগে রয়েছে। গত ১৫ জুন গলওয়ান উপত্যকায় চিনা সেনার অতর্কিত আক্রমণে নিহত হন এক কর্নেল-সহ ২০ জন ভারতীয় জওয়ান। সেই ঘটনার পর সীমান্ত উত্তেজনা কমাতে দু’পক্ষই আলোচনায় বসলেও কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি।
এহেন পরিস্থিতিতে এ দিন লাদাখ সফরের পূর্বনির্ধারিত সূচি ছিল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের। কিন্তু গত বৃহস্পতিবার সন্ধ্যায় সেই সফর স্থগিত হয়ে যায়। পরিবর্তে প্রধানমন্ত্রী লাদাখের উদ্দেশে যাত্রা করেন আজ ভোরে।
বিদেশ
অফিসে শেষ দিনে ডোনাল্ড ট্রাম্প বললেন, “বাইডেনের সাফল্যের জন্য প্রার্থনা করুন”
প্রথম বার, পরবর্তী প্রশাসনের সাফল্য কামনা করলেন ট্রাম্প।

খবরঅনলাইন ডেস্ক: প্রেসিডেন্ট পদে নিজের শেষ দিন কিছুটা ভাঙলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের পর এই প্রথম বার, পরবর্তী প্রশাসনের সাফল্য কামনা করলেন তিনি। ভাবী প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) জন্য জনগণকে প্রার্থনাও করতে বললেন ট্রাম্প।
বুধবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন বাইডেন। ইতিমধ্যেই ওয়াশিংটনে পৌঁছে গিয়েছেন তিনি। তবে অতীতের ‘ট্র্যাডিশন’ পালটে বাইডেনের শপথানুষ্ঠানে থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন ট্রাম্প। এমনকি ক্যাপিটল ভবনে তাঁর সমর্থকদের হামলা এবং বিদায়ের আগেই ইম্পিচ হওয়ার পর গত এক সপ্তাহ ধরে প্রকাশ্যে দেখাই মিলছিল না ডোনাল্ড ট্রাম্পের। অবশেষে এক ভিডিওবার্তায় নীরবতা ভেঙে বিদায়ী প্রেসিডেন্ট বক্তব্য দিয়েছেন।
গত বছর নভেম্বরে নির্বাচনের পর থেকেই বার বার ভোটে কারচুপির অভিযোগ তুলছিলেন ট্রাম্প। কোনো ভাবেই নিজের পরাজয় স্বীকার করেননি। ভোটের ফল বদলে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টেও কড়া নেড়েছিলেন ট্রাম্প। এমনকি আধিকারিকদের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছিল ট্রাম্পের বিরুদ্ধে।
কিন্তু তাঁর কোনো চেষ্টাই সফল হয়নি। মসনদ তাঁকে ছাড়তে হচ্ছেই। তবে এখনও পর্যন্ত ব্যক্তিগত ভাবে বাইডেনকে অভিনন্দন কিংবা প্রচলিত রীতি অনুযায়ী ওভাল অফিসে চায়ের নিমন্ত্রণ করেননি ট্রাম্প।
ওয়াশিংটন জুড়ে ব্যাপক প্রস্তুতি
এ দিকে, বাইডেনের শপথকে কেন্দ্র করে হোয়াইট হাউসের বাইরে ওয়াশিংটন শহরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। তবে করোনাভাইরাস সংক্রমণের কারণে জনসাধারণের উপস্থিতিতে রাখা হয়েছে কড়াকড়ি। শহরের বিভিন্ন পয়েন্টে থাকবেন ন্যাশনাল গার্ডের সদস্যরা।
গত ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে যে হামলা হয়েছিল, ওই ধরনের হামলার আশঙ্কা এক্কেবারে দেওয়া হচ্ছে না। সেই জন্য মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীর সশস্ত্র সদস্যদের। নিরাপত্তা বিবেচনায় ‘সবুজ’ ও ‘লাল’ এই দুই ভাগে ভাগ করা হয়েছে বিভিন্ন এলাকাকে।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
ভারতে সক্রিয় রোগী নামল দুই লক্ষের নীচে, কেরল বাদে বাকি দেশে আক্রান্ত ৭,৬৩৭
বিদেশ
ফাইজারের করোনা ভ্যাকসিন নেওয়ার পরে নরওয়েতে মৃত ২৩, শুরু তদন্ত
শারীরিক ভাবে অপেক্ষাকৃত দুর্বল, আশি বছরের বেশি বয়সিদের মধ্যে এই ভ্যাকসিনের বিরূপ প্রতিক্রিয়া দেখা গিয়েছে।

খবর অনলাইন ডেস্ক: করোনা ভ্যাকসিন নেওয়ার পর নরওয়েতে (Norway) ২৩ জন বৃদ্ধের মৃত্যু উদ্বেগ বাড়িয়েছে। শুধু তাই নয়, ভ্যাকসিন নেওয়ার পরে এই ২৩ জন ছাড়াও আরও বেশ কয়েক জন অসুস্থ হয়ে পড়েছেন। পুরো ঘটনার তদন্ত শুরু হরেছে।
ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, ফাইজার-বায়োএনটেকের (Pfizer-BioNTech) করোনা ভ্যাকসিন (Coronavirus Vaccine) নেওয়ার স্বল্প সময়ের মধ্যেই ২৩ জন বৃদ্ধের মৃত্যুর তদন্ত করছেন নরওয়ের চিকিৎসকেরা। তাঁরা জানিয়েছেন, শারীরিক ভাবে অপেক্ষাকৃত দুর্বল, আশি বছরের বেশি বয়সিদের মধ্যে এই ভ্যাকসিনের বিরূপ প্রতিক্রিয়া দেখা গিয়েছে।
তবে যাঁরা মারা গিয়েছেন, তাঁদের মৃত্যুর সঙ্গে ভ্যাকসিনের কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত নন চিকিৎসকেরা। যে ২৩ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ১৩ জন ডায়রিয়া, বমি বমি ভাব এবং জ্বরের মতো উপসর্গগুলি দেখা দিয়েছিল। যা অন্য়ান্য এমআরএনএ ভ্যাকসিনের সাধারণ লক্ষণ হিসাবে বিবেচনা করা হয়।
জানা গিয়েছে, নরওয়ের এই মৃত্য়ুর ঘটনার জেরে যথেষ্ট উদ্বিগ্ন ওষুধ প্রস্তুতকারী সংস্থা ফাইজার। তারা এখন ইউরোপে নিজেদের তৈরি ভ্যাকসিন সরবরাহ সাময়িক ভাবে হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে।
ব্লুমবার্গ জানিয়েছে, নরওয়েজিয়ান ইনস্টিটিউট অব পাবলিক হেলথ ৮০ বছরের বেশি বয়সিদের টিকাকরণে সতর্কতা জারি করেছে। জানিয়েছে, যাঁদের আয়ু কম, তাঁরা এই ভ্যাকসিন থেকে খুব বেশি উপকৃত হবেন না।
উল্লেখ্য, গত ডিসেম্বর মাস থেকেই নরওয়েতে টিকাকরণ শুরু হয়েছে। ফাইজার এবং মোডার্না মিলিয়ে প্রায় ৩০ হাজার মানুষ টিকা নিয়েছেন। গত বছরের শেষদিকে নরওয়েতে অনুমতি পেয়েছিল ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন। জানুয়ারির শুরুতে মোডার্না (Moderna Inc) অনুমোদন পায়। তবে ২৩ জন বৃদ্ধের মৃত্যুর পর চিকিৎসকদের পরামর্শ নিয়েই টিকা নেওয়ার কথা বলা হয়েছে।
এর আগে ফাইজারের ভ্য়াকসিন নেওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডা থেকে আসা এক ৫৬ বছর বয়সি চিকিৎসকের মৃত্যু হয়। আরও পড়তে পারেন এখানে: ফাইজারের করোনা টিকা নেওয়ার ১৬ দিন পর মৃত্যু চিকিৎসকের
বিদেশ
করোনা মহামারিতে সন্দেহের পাত্র হয়ে ওঠা বাদুড়ের নতুন রং অবাক করে দিল গবেষকদের
এ বার চর্চায় কমলা বাদুড়।

ওয়াশিংটন: আচমকা চোখের সামনে ঝুলন্ত বাদুড়, এমন দৃশ্য এক ঝলক দেখার পর যে কোনো মানুষই ঘাবড়ে যেতে পারেন। অনেকেই আবার করোনা অতিমারীর জন্য বাদুড়কেই চর্চায় তুলে নিয়ে এসেছেন। তবে কালো বা ধূসর বাদুড় দেখতে অভ্যস্ত অনেকেই এখনও কমলা বাদুড় সম্ভবত চাক্ষুষ করেননি, যেটাকে গবেষকরা সম্প্রতি খুঁজে পেয়েছেন।
নতুন এক প্রজাতির বাদুড়
গবেষকরা দাবি করেছেন যে, এটা বাদুড়ের সম্পূর্ণ নতুন একটি প্রজাতি। এটি শুধু কমলা রঙেরই নয়, এটির পশমের মতো লোম রয়েছে। বুধবার আমেরিকান জাদুঘর নোভাইটস-এর বিজ্ঞান বিষয়ক জার্নালে এই বাদুড়টিকে নিয়ে তাঁদের সমীক্ষা প্রকাশ করেছেন গবেষকরা। এই গবেষণায় প্রকাশিত হয়েছে, এটি বাদুড়ের সম্পূর্ণ নতুন প্রজাতি।
আফ্রিকায় সন্ধান মিলেছে কমলা বাদুড়ের
গবেষকরা পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে এই আকর্ষণীয় প্রজাতির বাদুড়ের সন্ধান পেয়েছেন। টেক্সাসের অস্টিনের একটি অলাভজনক সংস্থা বেট কনজার্ভেশন ইন্টারন্যাশনালের ডিরেক্টর জন ফ্ল্যান্ডারস বলেছেন, ‘প্রতিটি প্রজাতি গুরুত্বপূর্ণ। তবে মানুষ সব সময়ই আকর্ষণীয় চেহারার প্রাণী দেখার জন্য অধীর আগ্রহহে অপেক্ষা করে।
তিনি বলেন, এখন গবেষণাগারে অনেক নতুন প্রজাতি আবিষ্কার করা হচ্ছে, তবে এ ভাবে সম্পূর্ণ নতুন প্রজাতির সন্ধান করতে জঙ্গলে যাওয়ার ঘটনা তাঁর কাছে একেবারে নতুন।
নিউইয়র্কের আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি-এর স্তন্যপায়ী প্রাণীর কিউরেটর ন্যানসি সিমন্স বলেছেন, “মনে হয় অভিজ্ঞ গবেষকরা স্পটে গিয়ে একটি প্রাণী ধরেছিলেন। এটা এমন একটি প্রাণী, যেটাকে আমরা সহজেই শনাক্ত করতে পারিনি”।
মিলেছে স্ত্রী এবং পুরুষ বাদুড়
মায়োটিস নিমবাঁইসিস নামের নতুন প্রজাতির বাদুড় বাস করে গিনির নিম্বা পর্বতমালায়। যদিও বিজ্ঞানীরা বলতে চাননি এটি একটি নতুন প্রজাতি। সুতরাং, তারা সঠিক তদন্তের জন্য এই বাদুড়ের একটি পুরুষ এবং একটি মহিলা প্রজাতিও ধরেছিলেন। সিমন্স তখন এই প্রজাতির নমুনাগুলির তুলনা করতে ওয়াশিংটন ডিসির স্মিথসোনিয়ান জাতীয় জাদুঘর এবং লন্ডনের ব্রিটিশ জাদুঘরেও গিয়েছিলেন।
জিনগত বিশ্লেষণে জানা গেছে যে এই কমলা রঙের বাদুড় তাদের নিকটাত্মীয়দের থেকে সম্পূর্ণ আলাদা। একটি নতুন প্রজাতি ঘোষণার ঘটনায় এটাই ছিল প্রথম পদক্ষেপ। কালো ডানাযুক্ত বাদুড়ের মতো আকারগত ভাবে এক রকম দেখতে দেখতে হলেও এদের কমলা রঙ প্রাণীটিকে আরও জনপ্রিয় করে তুলেছে।
আরও পড়তে পারেন: “করোনা ভ্যাকসিন কি বন্ধ্যাত্বের কারণ হতে পারে?” গুজব সামলাতে আসরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী
-
রাজ্য24 hours ago
বুধবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ
-
দেশ2 days ago
মহারাষ্ট্র-কেরলে সংক্রমিত ৮০৮৬ বাকি দেশে মাত্র ৫০৭২, ২৩ মে’র পর সব থেকে কম দৈনিক মৃত্যু ভারতে
-
রাজ্য2 days ago
দক্ষিণবঙ্গে দু’ দিনের জন্য তাপমাত্রা বাড়লেও ফের ফিরবে শীত, উত্তরের পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা
-
ফুটবল2 days ago
এগিয়ে থেকেও ড্র করে পয়েন্ট খোয়াল এটিকে মোহনবাগান