রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রয়োজনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত, এমনটাই জানিয়েছে ক্রেমলিন। মঙ্গলবার রাশিয়া ও আমেরিকার মধ্যে শান্তি আলোচনা চলাকালীন সৌদি আরব থেকে এই বার্তা দেওয়া হয়।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পুতিন একাধিক বার শান্তি আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন, তবে মস্কোর নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের বিষয়গুলি আগে সমাধান করতে হবে। তিনি আরও বলেন, “পুতিন নিজেই বলেছেন, প্রয়োজনে তিনি জেলেনস্কির সঙ্গে আলোচনা করতে রাজি। তবে বৈধতার দিক থেকে বিষয়গুলো খতিয়ে দেখতে হবে, কারণ জেলেনস্কির বৈধতা নিয়েই প্রশ্ন উঠতে পারে।”
রাশিয়া দীর্ঘদিন ধরেই পূর্ব ইউরোপে ন্যাটোর সম্প্রসারণকে তাদের ইউক্রেন আক্রমণের অন্যতম কারণ হিসেবে দেখিয়েছে। রুশ নেতৃত্ব পরিষ্কার করেছে, কিয়েভ যদি ন্যাটোর সদস্যপদ লাভ করে, তবে তা তাদের কাছে গ্রহণযোগ্য হবে না। তবে ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নে যোগদানের ক্ষেত্রে রাশিয়া বাধা দেবে না বলেও জানিয়েছেন পেসকভ।
এদিকে, মঙ্গলবার সকালে সৌদি আরবে উচ্চপর্যায়ের বৈঠকে বসেন রাশিয়া ও আমেরিকার প্রতিনিধিরা। তবে ওয়াশিংটন জানিয়ে দিয়েছে, এটি আনুষ্ঠানিক শান্তি আলোচনার সূচনা নয়।
জানা গেছে, এই আলোচনার অন্যতম প্রধান উদ্দেশ্য হল ডোনাল্ড ট্রাম্প ও পুতিনের মধ্যে একটি বৈঠকের ব্যবস্থা করা, যা সম্ভবত সৌদি আরবেই অনুষ্ঠিত হতে পারে।