লন্ডন: ব্রিটিশ যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বিপুল জয় পেল লেবার পার্টি। ১৪ বছর পর শাসনক্ষমতা থেকে সরে গেল কনজারভেটিভ পার্টি। ব্রিটিশ পার্লামেন্টের ৬৫০টি আসনের মধ্যে এ পর্যন্ত ৬৪৮টি আসনের ফল ঘোষণা করা হয়েছে। তার মধ্যে লেবার পার্টি পেয়েছে ৪১২টি আসন এবং কনজারভেটিভ পেয়েছে ১২১টি আসন।
একার ক্ষমতায় সরকার চালানোর জন্য যে গরিষ্ঠতা প্রয়োজন শুক্রবার সকালেই তা পেয়ে যায় তারা। পরাজয় স্বীকার করে বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি শুনক ডাউনিং স্ট্রিটের বাসভবন ছেড়ে চলে গিয়েছেন এবং কনজারভেটিভ পার্টির নেতার পদে ইস্তফা দিয়েছেন।
দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হলেন মধ্য-বামপন্থী লেবার পার্টির নেতা কায়ার স্টারমের। ১০ নং ডাউনিং স্ট্রিটের সিঁড়িতে দাঁড়িয়ে স্টারমের বললেন, “এখন এটা প্রত্যেকের কাছে নিশ্চিতভাবে পরিষ্কার হয়ে গিয়েছে যে আমাদের দেশকে আরও বড়ো সাজানোর প্রয়োজন আছে। আমরা কে তা নতুন করে আবিষ্কার করার প্রয়োজন আছে।” তিনি শপথ করে বলেন, লেবার পার্টি “প্রথমে দেশের সেবা করবে, পরে পার্টির।”
পার্লামেন্টের ৬৫০টি আসনের মধ্যে ৬৪৮টির ফল ঘোষণা করা হয়েছে। দলভিত্তিক ফল – লেবার পার্টি ৪১২, কনজারভেটিভ ১২১, স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) ৯, লিবারেল ডেমোক্র্যাটিক ৭১, অন্যান্য ৩৫। ব্রিটেনের ইতিহাসে কনজারভেটিভ পার্টির এত খারাপ ফল দীর্ঘদিন হয়নি।
Keir Starmer said he would lead a “government of service” on a mission of national renewal in his first official remarks after his Labour Party swept to power in a landslide victory after more than a decade in opposition. pic.twitter.com/cEjmclgWKS
— The Associated Press (@AP) July 5, 2024
আরও পড়ুন
হার মেনে নিলেন ঋষি শুনক, ব্রিটেনে বিপুল জয়ের পথে লেবার পার্টি