Homeখবরবিদেশএই প্রথমবার ইউক্রেনে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ছুড়ল রাশিয়া

এই প্রথমবার ইউক্রেনে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ছুড়ল রাশিয়া

প্রকাশিত

রাশিয়া এই প্রথম বার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল (ICBM) ব্যবহার করে ইউক্রেনে হামলা চালাল। রাশিয়ার দক্ষিণের অ্যাস্ট্রাখান অঞ্চল থেকে বৃহস্পতিবার সকালে এই মিসাইল ছোড়া হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ শুরু করার পর এই প্রথমবার রাশিয়া এত শক্তিশালী এবং দীর্ঘপাল্লার মিসাইল ব্যবহার করল বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

রাশিয়ার এই আক্রমণ ডিনিপ্রো শহরের কেন্দ্রীয়-পূর্ব অঞ্চলের শিল্প প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামো লক্ষ্য করে চালানো হয়। হামলায় দু’জন আহত হয়েছেন এবং একটি শিল্প কারখানা ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের পুনর্বাসন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মিসাইলটি ঠিক কী লক্ষ্যবস্তুতে আঘাত করেছে তা এখনও স্পষ্ট নয়।

এত শক্তিশালী আইসিবিএম ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করার ঘটনা প্রথম। যদিও এই ধরনের মিসাইল সাধারণত পারমাণবিক অস্ত্র বহন করার জন্য ডিজাইন করা হয় এবং এর পাল্লা ইউক্রেনের মতো দেশ লক্ষ্যবস্তু করার জন্য অতিরিক্ত দীর্ঘ, তবুও রাশিয়া এই পদক্ষেপ নিয়েছে। বিশ্লেষকদের মতে, এটি রাশিয়ার পারমাণবিক ক্ষমতা প্রদর্শন এবং যুদ্ধে সম্ভাব্য আরও গুরুতর পর্যায়ে নিয়ে যাওয়ার সতর্কবার্তা।

এই হামলার একদিন আগে ব্রিটিশ-ফরাসি যৌথ ভাবে নির্মিত স্টর্ম শ্যাডো মিসাইল ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে আঘাত হানে ইউক্রেন। যুদ্ধের শুরু থেকে ইউক্রেনের প্রথম বার এই ধরনের মিসাইল ব্যবহার। রাশিয়া আগে থেকেই এই ধরনের হামলাকে বড় ধরনের উত্তেজনা বৃদ্ধি হিসাবে দেখার কথা জানিয়েছিল।

উল্লেখ্য, ১৯ নভেম্বর ছিল রাশিয়ার ইউক্রেন আক্রমণের ১,০০০তম দিন। এই দীর্ঘ যুদ্ধে এখনও শান্তির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। একই দিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি সংশোধিত পারমাণবিক নীতি ঘোষণা করেন। নতুন নীতিতে বলা হয়েছে, যে কোনো দেশ যদি রাশিয়ার ওপর প্রচলিত অস্ত্র ব্যবহার করে হামলা চালায় এবং সেই দেশ কোনো পারমাণবিক শক্তিধর দেশের সমর্থন পায়, তবে তাকে রাশিয়ার বিরুদ্ধে যৌথ আক্রমণ হিসেবে গণ্য করা হবে।

ওয়াকিবহাল মহলের মতে, এই হামলা এবং পাল্টা পদক্ষেপগুলি যুদ্ধকে আরও উত্তপ্ত পর্যায়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি করেছে। আইসিবিএম-এর ব্যবহার শুধু শক্তি প্রদর্শন নয়, এটিকে ইউক্রেন ও পশ্চিমা শক্তিগুলির প্রতি রাশিয়ার কঠোর বার্তা হিসাবেই ধরে নেওয়া যেতে পারে।

সাম্প্রতিকতম

নিউ দিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা রেলের

নিউ দিল্লি রেল স্টেশনে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করল...

আইএসএল ২০২৪-২৫: কেরলকে তিন গোল, শিল্ড জয় থেকে আর এক পা দূরে মোহনবাগান

মোহনবাগান সুপার জায়ান্ট: ৩ (জেমি ম্যাকলারেন ২, আলবার্তো রদ্রিগুয়েজ) ...

ফের ১১৯ ভারতীয়কে দেশে ফেরাল আমেরিকা, পাঞ্জাবকে ‘ডিপোর্টেশন সেন্টার’ করার অভিযোগ মানের

শনিবার রাত ১১:৪০ মিনিটে অমৃতসর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে আমেরিকার সামরিক বাহিনীর সি-১৭ বিমানটি।

নিউ দিল্লি রেল স্টেশনে কুম্ভ পুণ্যার্থীদের ভিড়, হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত অন্তত ১৮, কী ভাবে ঘটল দুর্ঘটনা?

দিল্লির রেল স্টেশনে ভয়াবহ স্ট্যাম্পিডে ১৮ জনের মৃত্যু, আহত একাধিক। ট্রেন দেরি ও কুম্ভ মেলার অতিরিক্ত যাত্রীচাপকে কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। রেল মন্ত্রকের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন।

আরও পড়ুন

হামাসের কবজামুক্ত তিন ইজরায়েলি বন্দি, বদলে মুক্তি পেল ৩৬৯ প্যালেস্তেনীয় বন্দি

শনিবার হামাসের পক্ষ থেকে তিন ইজরায়েলি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ইজরায়েলি-আর্জেন্টিনীয়...

আমেরিকার অর্থনীতিতে ভারতীয় শিক্ষার্থীদের অবদান ৬৬,০০০কোটি টাকার বেশি, মোদী-ট্রাম্প বৈঠকে জোর শিক্ষা ও অভিবাসন নীতিতে

ওয়াশিংটন: মার্কিন অর্থনীতিতে ভারতীয় শিক্ষার্থীদের বিশাল অবদান স্বীকার করে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...

ট্রাম্পের ‘পারস্পরিক শুল্ক’ আরোপের ফলে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে ভারত, কী ভাবে

এখন থেকে যুক্তরাষ্ট্রের সমস্ত বাণিজ্যিক অংশীদারদের ওপর পাল্টা শুল্ক আরোপ করা হবে। সম্প্রতি এই...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে