বিদেশ
তালিবানের হুমকি উপেক্ষা করে তিনি মেয়েদের পড়াবেনই , এক আফগান বাবার লড়াইকে কুর্নিশ নেটিজেনদের

ওয়েবডেস্ক: নারীশিক্ষার নিরিখে যে দেশ অনেকটাই পিছিয়ে সেই আফগানিস্তানেই রয়েছেন এক মিয়া খান, যিনি ঠিকই করে রেখেছেন তাঁর মেয়েদের ডাক্তার বানাবেনই। আর তাই প্রতি দিন মেয়েদের স্কুলে পৌঁছে দিতে ১২ কিলোমিটার পথ পাড়ি দেন তিনি।
কিন্তু ১২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সন্তানদের স্কুলে তো কত বাবা-মাই পৌঁছে দেন, তা হলে মিয়া খানের কীর্তি অনন্য কেন?
আসলে এই আফগানিস্তানেই রয়েছে তালিবানের চোখরাঙানি। মেয়েদের কোনো ভাবেই স্কুলে গিয়ে পড়াশোনা করানো যাবে না। আর যদি তেমনটা হয়, তা হলে মালালা ইউসুফজাইয়ের মতো, এখানকার মেয়েদের দিকেও ধেয়ে আসতে পারে একের পর এক গুলি।
এই সব বাধাবিপত্তিকে উপেক্ষা করেই নিজের লক্ষ্যে স্থির মিয়া। এই প্রসঙ্গে মিয়া বলেন, “আমাদের গ্রামে কোনো মহিলা ডাক্তার নেই। আমি নিজে অশিক্ষিত, দিনমজুরি খাটি। মেয়েদের শিক্ষা দেওয়াটা ভীষণ জরুরি বলে মনে করি।”
আরও পড়ুন দ্বিতীয় দফার ভোটে আজ ঝাড়খণ্ডে দুই হেভিওয়েটের মুখোমুখি মুখ্যমন্ত্রী রঘুবর দাস
প্রায় ১২ কিলোমিটার পথ উজিয়ে সুইস এনজিও পরিচালিত নূরিয়া স্কুলে মেয়েদের নিয়ে আসেন মিয়া। আর পঠনপাঠন শেষ না হওয়া পর্যন্ত ঠায় স্কুলের সামনে দাঁড়িয়ে থাকেন তিনি। তাঁর তিন মেয়ের মধ্যে একজন, রোজি বলে, “পড়াশোনা করতে পারায় ভীষণ খুশি। কখনও বাবা কখনও দাদা অতটা পথ পেরিয়ে আমাদের স্কুল থেকে নিয়ে যায়। আমাদের জন্য ৪ ঘণ্টা অপেক্ষা করতে হয় তাদের।”
তালিবানের ফতেয়া উপেক্ষা করে মিয়ার স্বপ্নপূরণের লড়াইও অন্য মাত্রা এনে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই এখন এই পিতৃবন্দনায় মেতেছেন নেটিজেনরা।
বিদেশ
বিনে পয়সায় চাঁদ ঘুরে দেখার সুযোগ, জেনে নিন আবেদনের পদ্ধতি
চাঁদ ঘুরে দেখতে আট জনকে তাঁর সঙ্গে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন জাপানি ধনকুবের।

ওয়েবডেস্ক: ইলন মাস্কের স্পেসএক্স ফ্লাইটে চড়ে চাঁদ ঘুরে দেখতে চান? তা হলে জেনে রাখুন, জাপানের বিলিয়নেয়ার ইউসাকু মায়েজাওয়া সাধারণ মানুষের মধ্যে থেকে আট জনকে তাঁর সঙ্গে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
টুইটারে একটি পোস্টে মায়েজাওয়া লেখেন, “আমি চাই সমস্ত রকমের ব্যাকগ্রাউন্ডের মানুষ এতে যোগ দিন”। সঙ্গে দিয়েছেন আবেদন জানানোর বিশদ বিবরণ-সহ একটি লিঙ্ক।
আবেদনের শর্ত ও অন্যান্য বিবরণ
তিনি জানিয়েছেন, এর জন্য কোনো ব্যয়ভার বহন করতে হবে না আবেদনকারীকে। সমস্ত খরচই তিনি বহন করবেন। অর্থাৎ, যাঁরা নির্বাচিত হবেন, প্রত্যেকেই বিনে পয়সা উড়তে পারবেন।
এই অভিযানটির নামকরণ হয়েছে ‘ডিয়ারমুন’। যা ২০২৩ সালে শুরু হবে।
তিনি বলেন, আবেদনকারীদের দু’টি মাপকাঠি পূরণ করতে হবে: “অন্য মানুষকে এবং বৃহত্তর সমাজকে কোনো উপায়ে সহায়তা করার” জন্য তাঁদের “যে কোনো ধরনের কর্মকাণ্ড” বাড়াতে হবে এবং “একই ধরনের আকাঙ্ক্ষার শরিক অন্যান্য ক্রু সদস্যদের সমর্থন করতে হবে”।
তিনি আরও জানিয়েছেন, “আমি সমস্ত আসন কিনেছি, সুতরাং এটা হবে একটা ব্যক্তিগত সফর”।
কে এই মায়েজাওয়া?
মায়েজাওয়া, একজন ফ্যাশন মোগুল এবং শিল্প সংগ্রাহক। আগে বলেছিলেন যে তিনি স্টারশিপ রকেটে যাত্রার জন্য “শিল্পীদের” আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করেছিলেন। তবে তাঁর এই সর্বশেষ সমন্বিত প্রকল্প “বিশ্বজুড়ে মানুষকে এই যাত্রায় যোগ দেওয়ার সুযোগ দেবে” বলেই আশাপ্রকাশ করেছেন তিনি।
তাঁর কথায়, “আপনি যদি নিজেকে শিল্পী হিসাবে দেখেন, তবে আপনি অবশ্যই একজন শিল্পী”।
২০১৮ সালে ইলন মাস্কের মালিকানাধীন সংস্থা স্পেসএক্সের মাধ্যমে প্রথম ব্যক্তিগত যাত্রী হিসাবে চাঁদের চারদিকে উড়ে বেড়ানোর কৃতিত্বের সঙ্গে জুড়ে যায় মায়েজাওয়ার নাম। ঠিক কত টাকার বিনিয়মে এটা হয়েছিল, তা জানা যায়নি। তবে মাস্ক এটাকে ‘বিপুল অঙ্কের অর্থ’ হিসেবেই অভিহিত করেছিলেন।
আরও পড়তে পারেন: একাদশ, দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা মাসে ৫-৭ হাজার টাকা পেতে পারেন, জেনে নিন কিশোর বৈজ্ঞানিক প্রোৎসাহন প্রকল্প কী

নয়াদিল্লি: মঙ্গলবার পাকিস্তানের করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করল একটি ইন্ডিগো বিমান। শারজা-লখনউ বিমানটির এক যাত্রী অসুস্থ হয়ে পড়ার কারণেই সেটিকে জরুরি অবতরণ করানো হয়।
উড়ান সংস্থার সরকারি বিবৃতি অনুযায়ী, করাচি বিমানবন্দরে চিকিৎসকরা ওই রোগীকে পরীক্ষা করার পর মৃত বলে ঘোষণা করেন।
বিবৃতিতে বলা হয়েছে, “শারজা থেকে লখনউগামী ইন্ডিগোর ৬ই-১৪১২ বিমানটিকে জরুরি চিকিৎসার কারণে করাচিতে অবতরণ করানো হয়েছিল। দুর্ভাগ্যক্রমে, ওই যাত্রীকে বাঁচানো যায়নি এবং বিমানবন্দরের মেডিক্যাল টিম পৌঁছানোর পর তাঁকে মৃত ঘোষণা করা হয়।”
মৃত যাত্রীর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে বিমান সংস্থা।
আরও পড়তে পারেন: আবার এক ধাক্কা! এ বার সিএনজি এবং পিএনজির দাম বাড়ল দিল্লিতে
বিদেশ
ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ধন্যবাদ জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান টেড্রোস অ্যাডহ্যানোম গ্যাব্রিয়েসাস।

খবর অনলাইন ডেস্ক: “আশা করি অন্যরাও আপনার উদাহরণ অনুসরণ করবেন”, করোনা ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে এমনই প্রশংসাসূচক মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) প্রধান টেড্রোস অ্যাডহ্যানোম গ্যাব্রিয়েসাস।
মূলত ভ্যাকসিনের সুষমবণ্টন নিয়ে ভারত সরকারের প্রচেষ্টার প্রশংসা করতেই গ্যাব্রিয়েসাস বৃহস্পতিবার টুইটারে ধন্যবাদ জানান মোদীকে।
নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “ভ্যাকসিনের সুষমবণ্টনকে সমর্থন করার জন্য ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই। কোভ্যাক্স কর্মসূচির আওতায় ইতিমধ্যেই বিশ্বের ৬০টির বেশি দেশে টিকাকরণ শুরু হয়েছে। এই কর্মসূচির প্রতি আপনি যে ভাবে প্রতিশ্রুতি রক্ষা করে চলেছেন, তা অন্য দেশগুলিও অনুসরণ করতে পারে”।
গত জানুয়ারি মাসেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান কোভিড-১৯ অতিমারি মোকাবিলায় ভারতের ভূমিকার প্রশংসা করেন।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি ভারতে শুরু হয়েছে বৃহত্তম টিকাকরণ কর্মসূচি। এ ছাড়া ভারত নিজের প্রতিবেশী দেশ বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, মায়ানমার এবং নেপাল-সহ প্রায় ৬০টি দেশে কোভিড-১৯ ভ্যাকসিন সরবরাহ করেছে।
আরও পড়তে পারেন: আপনার বয়স কি ৪৫ বছরের বেশি? সোমবার থেকে কী ভাবে করোনা ভ্যাকসিন পাবেন
-
বিনোদন3 days ago
বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী, ভোটে কি দাঁড়াবেন?
-
শিক্ষা ও কেরিয়ার3 days ago
৮ লক্ষ যুবক-যুবতীকে প্রশিক্ষণ দিয়ে কাজের সুযোগ করে দিচ্ছে কেন্দ্রের এই প্রকল্প, জানুন বিস্তারিত
-
দেশ3 days ago
স্বস্তি দিয়ে দেশে নতুন সংক্রমণ নামল ১৫ হাজারের ঘরে, তবে সক্রিয় রোগীর সংখ্যাও আরও বৃদ্ধি
-
রাজ্য2 days ago
৯২ আসনে লড়বে কংগ্রেস, জানালেন অধীর, আব্বাসকে নিয়ে জট অব্যাহত