অপেক্ষার অবসান! অবশেষে পৃথিবীতে ফিরলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর। বুধবার (ভারতীয় সময়) ভোর ৩:২৭ মিনিটে ফ্লরিডা উপকূলে আটলান্টিক মহাসাগরে স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলের মাধ্যমে তাঁদের সফল অবতরণ ঘটে।
সুনীতা ও বুচের সঙ্গে মহাকাশ থেকে ফিরেছেন নাসার নিক হগ ও রাশিয়ার নভোচারী আলেকজ়ান্ডার গর্বুনভ। নাসা জানিয়েছে, মহাকাশ থেকে পৃথিবীতে তাঁদের এই প্রত্যাবর্তন পুরোপুরি নিরাপদ ছিল। দীর্ঘ ২৮৬ দিন মহাকাশে কাটানোর পর তাঁরা ফিরলেন নিজের গ্রহে।
জটিলতা পেরিয়ে অবশেষে প্রত্যাবর্তন
২০২৩ সালের জুন মাসে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (ISS) উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন সুনীতা ও তাঁর সঙ্গীরা। মূলত আট দিনের মিশন নিয়ে তাঁরা মহাকাশে গিয়েছিলেন, কিন্তু বোয়িং স্টারলাইনার যানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় পরিকল্পনা বদলাতে হয়। বারবার প্রচেষ্টা সত্ত্বেও তাঁদের ফেরানো সম্ভব হয়নি, ফলে আট দিনের সফর দীর্ঘায়িত হয়ে পৌঁছায় ৯ মাসে।
অবশেষে মঙ্গলবার সকাল ১০:৩৫ মিনিটে (IST) আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয় স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল। পরদিন ভোরে এটি আটলান্টিক মহাসাগরের ফ্লরিডা উপকূলে সফলভাবে অবতরণ করে। তাঁদের উদ্ধারে মার্কিন নৌবাহিনীর বিশেষ দল আগে থেকেই প্রস্তুত ছিল।
We're getting our first look at #Crew9 since their return to Earth! Recovery teams will now help the crew out of Dragon, a standard process for all crew members after returning from long-duration missions. pic.twitter.com/yD2KVUHSuq
— NASA (@NASA) March 18, 2025
প্রথম হাসিমুখে বেরিয়ে এলেন সুনীতা
ড্রাগন ক্যাপসুলের দরজা খোলার পর প্রথমে বেরিয়ে আসেন নাসার নভোচারী নিক হগ। এরপর ভারতীয় সময় ভোর ৪:২২ মিনিটে হাসিমুখে বেরিয়ে আসেন সুনীতা উইলিয়ামস। তাঁকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ে উদ্ধারকারী দল। তাঁদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক শারীরিক বিশ্রামের জন্য আপাতত ‘ক্রু কোয়ার্টারে’ রাখা হবে, যেখানে কয়েক সপ্তাহ ধরে তাঁদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলবে।
নাসার গর্বের মুহূর্ত
নাসার পক্ষ থেকে বুধবার ভোর ৫:০৫ মিনিটে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে নাসার উপ সহযোগী প্রশাসক জোয়েল মনটালবানো বলেন,
“আমাদের গর্বের মুহূর্ত। ৯০০ ঘণ্টারও বেশি সময় ধরে মহাকাশে তাঁরা ১৫০টির বেশি গবেষণা চালিয়েছেন। তাঁদের নিরাপদ প্রত্যাবর্তন আমাদের জন্য অত্যন্ত আনন্দের।”
The unplanned welcome crew!
— NASA's Johnson Space Center (@NASA_Johnson) March 18, 2025
Crew-9 had some surprise visitors after splashing down this afternoon.🐬 pic.twitter.com/yuOxtTsSLV
উৎসবে মাতোয়ারা মহাকাশ গবেষণা কেন্দ্র
সুনীতাদের ফিরে আসার খবরে উচ্ছ্বসিত হিউস্টনের জনসন স্পেস সেন্টার। যদিও তাঁদের এখনই পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি নেই। কয়েক সপ্তাহের শারীরিক বিশ্রামের পরই তাঁরা স্বাভাবিক জীবনে ফিরবেন।
ভারতে সুনীতার প্রত্যাবর্তন নিয়েও দেখা দিয়েছে উন্মাদনা। মহাকাশ গবেষণায় ভারতীয় বংশোদ্ভূত এই মহাকাশচারীর ভূমিকা নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। নাসার এই সফল মিশন আবারও প্রমাণ করল, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে মানবজাতির মহাকাশ গবেষণার দ্বার আরও বিস্তৃত হচ্ছে।