Homeখবরবিদেশস্বপ্নপূরণ শেষে ঘরে ফেরা, ৯ মাস পর নিরাপদে পৃথিবীতে ফিরলেন সুনীতা উইলিয়ামস...

স্বপ্নপূরণ শেষে ঘরে ফেরা, ৯ মাস পর নিরাপদে পৃথিবীতে ফিরলেন সুনীতা উইলিয়ামস ও তাঁর সঙ্গীরা

প্রকাশিত

অপেক্ষার অবসান! অবশেষে পৃথিবীতে ফিরলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর। বুধবার (ভারতীয় সময়) ভোর ৩:২৭ মিনিটে ফ্লরিডা উপকূলে আটলান্টিক মহাসাগরে স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলের মাধ্যমে তাঁদের সফল অবতরণ ঘটে।

সুনীতা ও বুচের সঙ্গে মহাকাশ থেকে ফিরেছেন নাসার নিক হগ ও রাশিয়ার নভোচারী আলেকজ়ান্ডার গর্বুনভ। নাসা জানিয়েছে, মহাকাশ থেকে পৃথিবীতে তাঁদের এই প্রত্যাবর্তন পুরোপুরি নিরাপদ ছিল। দীর্ঘ ২৮৬ দিন মহাকাশে কাটানোর পর তাঁরা ফিরলেন নিজের গ্রহে।

জটিলতা পেরিয়ে অবশেষে প্রত্যাবর্তন

২০২৩ সালের জুন মাসে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (ISS) উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন সুনীতা ও তাঁর সঙ্গীরা। মূলত আট দিনের মিশন নিয়ে তাঁরা মহাকাশে গিয়েছিলেন, কিন্তু বোয়িং স্টারলাইনার যানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় পরিকল্পনা বদলাতে হয়। বারবার প্রচেষ্টা সত্ত্বেও তাঁদের ফেরানো সম্ভব হয়নি, ফলে আট দিনের সফর দীর্ঘায়িত হয়ে পৌঁছায় ৯ মাসে।

অবশেষে মঙ্গলবার সকাল ১০:৩৫ মিনিটে (IST) আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয় স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল। পরদিন ভোরে এটি আটলান্টিক মহাসাগরের ফ্লরিডা উপকূলে সফলভাবে অবতরণ করে। তাঁদের উদ্ধারে মার্কিন নৌবাহিনীর বিশেষ দল আগে থেকেই প্রস্তুত ছিল।

প্রথম হাসিমুখে বেরিয়ে এলেন সুনীতা

ড্রাগন ক্যাপসুলের দরজা খোলার পর প্রথমে বেরিয়ে আসেন নাসার নভোচারী নিক হগ। এরপর ভারতীয় সময় ভোর ৪:২২ মিনিটে হাসিমুখে বেরিয়ে আসেন সুনীতা উইলিয়ামস। তাঁকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ে উদ্ধারকারী দল। তাঁদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক শারীরিক বিশ্রামের জন্য আপাতত ‘ক্রু কোয়ার্টারে’ রাখা হবে, যেখানে কয়েক সপ্তাহ ধরে তাঁদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলবে।

নাসার গর্বের মুহূর্ত

নাসার পক্ষ থেকে বুধবার ভোর ৫:০৫ মিনিটে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে নাসার উপ সহযোগী প্রশাসক জোয়েল মনটালবানো বলেন,
“আমাদের গর্বের মুহূর্ত। ৯০০ ঘণ্টারও বেশি সময় ধরে মহাকাশে তাঁরা ১৫০টির বেশি গবেষণা চালিয়েছেন। তাঁদের নিরাপদ প্রত্যাবর্তন আমাদের জন্য অত্যন্ত আনন্দের।”

উৎসবে মাতোয়ারা মহাকাশ গবেষণা কেন্দ্র

সুনীতাদের ফিরে আসার খবরে উচ্ছ্বসিত হিউস্টনের জনসন স্পেস সেন্টার। যদিও তাঁদের এখনই পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি নেই। কয়েক সপ্তাহের শারীরিক বিশ্রামের পরই তাঁরা স্বাভাবিক জীবনে ফিরবেন।

ভারতে সুনীতার প্রত্যাবর্তন নিয়েও দেখা দিয়েছে উন্মাদনা। মহাকাশ গবেষণায় ভারতীয় বংশোদ্ভূত এই মহাকাশচারীর ভূমিকা নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। নাসার এই সফল মিশন আবারও প্রমাণ করল, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে মানবজাতির মহাকাশ গবেষণার দ্বার আরও বিস্তৃত হচ্ছে।

সাম্প্রতিকতম

গরমে এসি ছাড়াই ঘর রাখুন ঠান্ডা, রইল সহজ কিছু কার্যকরী টিপস

তীব্র গরমেও এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখা সম্ভব। জানুন কীভাবে সঠিকভাবে পর্দা, বাতাস চলাচল ও সহজ কিছু ঘরোয়া উপায়ে স্বস্তি মিলবে।

গ্রুপ সি ও ডি কর্মীদের বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, চাকরি বাতিল হলেও মিলবে আর্থিক সহায়তা

ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত ২৫ হাজার ও ২০ হাজার টাকা মাসিক সহায়তা দেওয়া হবে।

প্রাপ্তবয়স্কদের মুখে বেবি ক্রিম ব্যবহার কতটা নিরাপদ? জানুন বিশেষজ্ঞের মতামত

বাজারের লেটেস্ট বিউটি প্রোডাক্ট না বুঝে ব্যবহার করলে হতে পারে ত্বকের ক্ষতি। প্রাপ্তবয়স্কদের ত্বকে বেবি ক্রিম বা লোশন লাগানো কি আদৌ ঠিক? বিশেষজ্ঞরা বলছেন, এটা ত্বকের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। বিস্তারিত জানুন।

ভারত-পাকিস্তান যদি যুদ্ধ হয়, কার পাশে কোন দেশ জেনে নিন

পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর ফের ভারত-পাকিস্তান যুদ্ধের আশঙ্কা। পাকিস্তানের পাশে চীন ছাড়া কেউ নয়, ভারতের পাশে আমেরিকা, রাশিয়া, ইজরায়েল-সহ বড় শক্তিগুলি।

আরও পড়ুন

“আমরা তিন দশক ধরে আমেরিকার হয়ে ‘নোংরা কাজ’ করছি” — বিস্ফোরক স্বীকারোক্তি পাক প্রতিরক্ষামন্ত্রীর

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্বীকার করলেন, পাকিস্তান গত তিন দশক ধরে আমেরিকা ও পশ্চিমা দেশগুলির হয়ে ‘নোংরা কাজ’ করেছে। এই স্বীকারোক্তি ভারতের বারবার তোলা সন্ত্রাসে মদতের অভিযোগকে কার্যত মেনে নেওয়ার সামিল।

গলা অবধি ঋণে ডুবে পাকিস্তান, যুদ্ধ করার সামর্থ আছে কি ইসলামাবাদের?

ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি দিলেও ১০০ বিলিয়ন ডলারের ঋণ ও অর্থনৈতিক দুরবস্থার কারণে পাকিস্তানের পক্ষে যুদ্ধ চালানো বাস্তবে কতটা সম্ভব? বিশ্লেষণে উঠে এল চরম সংকটের ছবি।

বিশ্ব রাজনীতির অস্থিরতার মাঝে করুণার কণ্ঠস্বর: এক দশক ধরে পোপ ফ্রান্সিসের প্রগতিশীল পদচারণা

পোপ ফ্রান্সিসের এক দশকের পথচলায় উঠে এসেছে করুণা, জলবায়ু ন্যায়, শরণার্থী অধিকার ও গির্জার সংস্কারের বার্তা। রক্ষণশীলতার বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি হয়ে উঠেছেন সময়ের গুরুত্বপূর্ণ মানবিক কণ্ঠস্বর।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে