fuego volcano

ওয়েবডেস্ক: গুয়াতেমালার আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৩ জনের। নিখোঁজ দু’শোরও বেশি। এমনই জানানো হয়েছে স্থানীয় প্রশাসন সূত্রে।

গত রবিবার থেকে অগ্ন্যুৎপাত শুরু হয় ফুয়েগো আগ্নেয়গিরিতে। আগ্নেয়গিরির কেন্দ্রস্থলের কাছে অবস্থিত এস্কুইন্তলা শহর খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। ভীত-সন্ত্রস্ত মানুষ নিজের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের দিকে পা বাড়িয়েছে।

অগ্নুৎপাত এখনও চলতে থাকায় ধীর গতিতে উদ্ধারকাজ চলছে। দুর্গম জায়গা হওয়ার ফলে উদ্ধারকাজে  বিলম্ব হচ্ছে বলে জানানো হয়েছে। তবে প্রশাসন সূত্রে জানা গিয়েছে যতক্ষণ না সমস্ত মানুষকে নিরাপদে উদ্ধার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত উদ্ধারকাজ চলবে।

রবিবার জেগে ওঠে ১২ হাজার ফুট উচ্চতার ফুয়েগো আগ্নেয়গিরি। এর ফলে প্রায় ১৭ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। এই বিপর্যয়ের ফলে দেশ জুড়ে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট খিমি মোরালেস।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here