তিনি বলেন, জীবনের সব কিছুকে হাসি মুখে মেনে নিতে হয়। তাঁরা এটাই বিশ্বাস করেন। তাই তাঁরা এই ভাবে সবটাকে মেনে নিয়েছেন। মানুষকে সচেতন করাটাও জরুরি। সেলফি তুলে মজা করার সঙ্গে সঙ্গে একটা ভিডিও করেছেন তাঁরা দু’ জনে। তাতে যেমন আছে সকলের জন্য নতুন বছরের শুভেচ্ছা, তেমনই আছে আগুন নিয়ে সচেতনতা। সঙ্গে আগুন লাগলে কী করা উচিত-অনুচিত সেই বিষয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে পরামর্শও। ঝং বলেন, এখানে শীতের দিনে হিটার খুব ব্যাপক ভাবে ব্যবহার হয়। এ দিনও তাঁদের ঘরে এর থেকেই আগুন ধরে ছিল। সেই জন্য বাকিদের সচেতন করাটা কর্তব্য। তাই সে বিষয়েও কিছু কথা আছে ভিডিওতে। ঝং আর তাঁর সঙ্গিনী ঠিক করেছেন, পুড়ে যাওয়া ঘরটাকে সাজিয়ে গুছিয়ে সারিয়ে আবার এখানেই বসবাস করবেন। কথায় কথায় ঝং বলেন, তিনি আর সঙ্গিনী দু’ জনেই খুব আনন্দপ্রিয় আর মজার মানুষ। একটা জন্মদিনের পার্টিতে তাঁদের দেখা হয়। আর একে অপরের এই আমুদে স্বভাবেই আকৃষ্ট হন। তাঁদের পোড়া ঘরে তোলা সেলফি আর ভিডিও সোশ্যাল মিডিয়ায় তাঁদের রাতারাতি সেলিব্রেটি বানিয়ে দিয়েছে। প্রায় এক কোটি হিট হয়েছে তাঁদের পোস্টে।]]>
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।