Home খবর বিদেশ ইজরায়েল-হিজবুল্লা যুদ্ধবিরতি: দক্ষিণ লেবাননে ঘরে ফিরছে হাজার হাজার মানুষ

ইজরায়েল-হিজবুল্লা যুদ্ধবিরতি: দক্ষিণ লেবাননে ঘরে ফিরছে হাজার হাজার মানুষ

0

ইজরায়েল ও হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দক্ষিণ লেবাননের ঘরছাড়া মানুষজন নিজেদের বাসস্থানে ফিরতে শুরু করেছেন। ১৪ মাসের সংঘাতের পর, বুধবার ভোর ৪টা (গ্রিনিচ সময় ০২:০০ টো) থেকে কার্যকর হওয়া এই যুদ্ধবিরতির ফলে গোটা লেবাননে প্রথম বারের মতো শান্তি ফিরে এসেছে।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই, হাজার হাজার মানুষ দক্ষিণ লেবাননের পথে ফিরতে শুরু করে। ইজরায়েলি সেনাবাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করে, আগে খালি করা এলাকার মানুষজন ফিরে আসছে।

এর ফলে বেইরুট থেকে দক্ষিণ লেবানন যাওয়ার প্রধান মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে। গাড়িগুলি ভিড়ে উপচে পড়ছে, যেগুলোর ছাদে গৃহস্থালির জিনিসপত্র বাঁধা। সাইদা শহরের উত্তরের প্রবেশপথে গাড়ির লম্বা সারি দেখা গেছে। অনেকে মোটরসাইকেল এবং ব্যক্তিগত গাড়িতে চেপে উপকূলীয় শহর টাইরেও ফিরছেন।

যুদ্ধবিরতির আগে ইজরায়েলের তীব্র বোমাবর্ষণে দক্ষিণ লেবাননের বহু শহর এবং গ্রাম ধ্বংস হয়ে গেছে। ফলে অনেকেই ফিরে গিয়ে ভাঙা বাড়িঘর আর ধ্বংসস্তূপ দেখতে পাবেন।

বুধবার ভোরে বেইরুটে দিনের আলো ফুটতেই ইজরায়েলি হামলায় ধ্বংসপ্রাপ্ত এলাকাগুলো থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। মঙ্গলবার রাজধানী এবং এর দক্ষিণ উপকণ্ঠে সবচেয়ে তীব্র হামলার মুখোমুখি হতে হয় সাধারণ মানুষকে।

লেবাননের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, মঙ্গলবার ইজরায়েলি হামলায় কমপক্ষে ৪২ জন নিহত হয়েছেন। একই সময়ে, হিজবুল্লার রকেট হামলায় ইজরায়েলের উত্তরে সতর্কবার্তা হিসেবে সাইরেন বেজে ওঠে।

উল্লেখ্য, গত অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে লেবাননে ইজরায়েলি হামলায় অন্তত ৩,৮২৩ জন নিহত এবং ১৫,৮৫৯ জন আহত হয় বলে জানা গিয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version