Homeখবরবিদেশমালিতে অপহৃত ৩ ভারতীয়, নিরাপত্তা নিয়ে উদ্বেগে ভারত সরকার

মালিতে অপহৃত ৩ ভারতীয়, নিরাপত্তা নিয়ে উদ্বেগে ভারত সরকার

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

পশ্চিম আফ্রিকার অস্থির পরিস্থিতির মধ্যেই মালিতে তিন ভারতীয় নাগরিক অপহৃত হলেন। ১ জুলাই মালির কায়েসে ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরিতে সশস্ত্র হামলার সময় তাঁদের অপহরণ করা হয়। বুধবার কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মালির সরকারের কাছে অপহৃতদের নিরাপদ ও দ্রুত মুক্তির দাবি জানিয়েছে।

বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, “ঘটনাটি ঘটে যখন একদল অস্ত্রধারী দুষ্কৃতী সমন্বিত হামলা চালিয়ে ফ্যাক্টরি চত্বর থেকে তিন ভারতীয় নাগরিককে জোর করে তুলে নিয়ে যায়।” একই দিনে পশ্চিম ও মধ্য মালির একাধিক সেনা ও সরকারি স্থাপনায়ও হামলা চালানো হয় বলে জানিয়েছে ভারত সরকার।

যদিও এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন ভারতীয়দের অপহরণের দায় স্বীকার করেনি, তবে আল-কায়েদা ঘনিষ্ঠ সংগঠন Jama’at Nusrat al-Islam wal-Muslimin (JNIM) ওইদিন মালির বিভিন্ন অংশে হামলার দায় নিয়েছে।

এই ঘটনার তীব্র নিন্দা করে ভারত সরকার একে ‘সহিংসতার নিন্দনীয় ঘটনা’ বলে বর্ণনা করেছে। বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, “আমরা মালির সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, তারা যেন অবিলম্বে উপযুক্ত পদক্ষেপ নিয়ে অপহৃত ভারতীয় নাগরিকদের নিরাপদে মুক্তি নিশ্চিত করে।”

বামাকো-তে ভারতীয় দূতাবাস মালির প্রশাসন, নিরাপত্তা সংস্থা ও সংশ্লিষ্ট সিমেন্ট ফ্যাক্টরির কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছে। একই সঙ্গে অপহৃতদের পরিবারের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রক।

বর্তমানে মালির নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল। সেই কারণে বিদেশ মন্ত্রক সমস্ত ভারতীয় নাগরিককে সতর্ক থাকার এবং যথাসম্ভব নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে।

সীমান্তবর্তী অঞ্চল জুড়ে ক্রমাগত জঙ্গি হানায় উত্তপ্ত হয়ে উঠছে আফ্রিকার এই দেশ। এই পরিস্থিতিতে প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠে গেল।

সাম্প্রতিকতম

মুখ্যসচিবের বৈঠকেও অনড় যোগ্য চাকরিহারারা, যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের ডেডলাইন দিলেন আন্দোলনকারীরা

মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকেও মেলেনি সমাধান। যোগ্য-অযোগ্যদের তালিকা রাতের মধ্যেই প্রকাশের দাবি তোলেন চাকরিহারারা। তালিকা না প্রকাশ হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ তকমা! দিল্লিতে ধর্নায় তৃণমূল, সিএএ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলাভাষীদের 'বাংলাদেশি' বলা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। দিল্লির জয়হিন্দ কলোনিতে ধর্নায় সাংসদরা, পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খোলা প্রাক্তন মিস পুদুচেরি সান রেচালের রহস্যমৃত্যু, আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান

মাত্র ২৬ বছর বয়সে আত্মহত্যা করলেন প্রাক্তন মিস পুদুচেরি ও মডেল সান রেচাল। বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খুলে আলোচনায় এসেছিলেন তিনি। মানসিক চাপই কি কারণ?

খাফরের পিরামিডের নীচে লুকনো শহর! স্ফিংক্সের নীচে গোপন চেম্বারের হদিশ

গিজার পিরামিডের নীচে বিশাল গোপন শহরের সন্ধান! সোনার স্ক্যানে মিলল স্ফিংক্সের নীচে গোপন চেম্বার ও ঘোরানো সিঁড়ির হদিশ। গবেষণায় চমকে উঠেছেন মিশরবিদরা।

আরও পড়ুন

খাফরের পিরামিডের নীচে লুকনো শহর! স্ফিংক্সের নীচে গোপন চেম্বারের হদিশ

গিজার পিরামিডের নীচে বিশাল গোপন শহরের সন্ধান! সোনার স্ক্যানে মিলল স্ফিংক্সের নীচে গোপন চেম্বার ও ঘোরানো সিঁড়ির হদিশ। গবেষণায় চমকে উঠেছেন মিশরবিদরা।

‘মিড-টার্ম ইলেকশন’-এই লড়াই শুরু, নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’-র ঘোষণা করে জানালেন ইলন মাস্ক

২০২৬ সালের মিড-টার্ম ইলেকশনে লড়বেন ইলন মাস্ক। ঘোষণা করলেন নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’। ট্রাম্পের ‘বড় ও সুন্দর’ বিলের বিরোধিতা থেকেই জন্ম এই নতুন রাজনৈতিক মঞ্চের।

‘বড় ও সুন্দর’ বিল আইনে স্বাক্ষর ট্রাম্পের, খরচে কাটছাঁট ও করছাড়ে বড়সড় পরিবর্তন আমেরিকায়

খরচ ও কর ব্যবস্থায় বিপুল পরিবর্তন এনে ‘বড় ও সুন্দর’ বিলে সই করলেন ট্রাম্প। সমালোচনায় ইলন মাস্ক, সমর্থনে ওয়াশিংটন।