খবর অনলাইন ডেস্ক: ভোটের কয়েক ঘণ্টা আগেই ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বিডেন (Joe Biden) প্রতিপক্ষ তথা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) উদ্দেশে ভবিষ্যৎ বাতলে দিলেন।
ওহিও-তে একটি সমাবেশে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলের ভাইস প্রেসিডেন্ট বিডেন বলেন, ট্রাম্পের সময় যথেষ্ট ‘বিশৃঙ্খলা’ ছিল। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, “ব্যাগ গুছিয়ে বাড়ি ফেরার সময় এসে গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের”।
আমেরিকার প্রেসিডেন্টপদে নির্বাচিত হলে করোনা মহামারিকে ‘নিয়ন্ত্রণে’ নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন বিডেন। একই সঙ্গে সভায় বলেন, ট্রাম্পের সময়ে ছিল বিশৃঙ্খলা। টুইটে উঠে আসে রাগ ও ঘৃণা ব্যর্থতা এবং দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে।
প্রসঙ্গত, আমেরিকার নতুন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে নির্বাচন করবেন দেশের প্রায় ১৫.৩ কোটি নথিভুক্ত ভোটার। এঁদের মধ্যে ৯ কোটি ২৫ লক্ষ ভোটার ইতিমধ্যেই ভোট দিয়ে ফেলেছেন।
আরও পড়তে পারেন: ট্রাম্প নয়, বিডেনের পাশে ৭২ শতাংশ ভারতীয়-মার্কিনী, দাবি সমীক্ষায়